আক্তারুজ্জামান : ২০০৮ সালের ১৮ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ছিলো তার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম বার্ষিকী। অভিষেক বর্ষপূর্তিও দিনে নতুন উপহার পেলেন বিরাট। কোহলির কীর্তির প্রতি সম্মান জানিয়ে দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম কোহলির নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি জেলা ক্রিকেট সংস্থা।
দিল্লির খেলোয়াড়দের মধ্যে মহিন্দর অমরনাথ ও বিষেণ সিং বেদির নামে এর আগে ফিরোজ শাহ কোটলার স্ট্যান্ডের নাম রাখা হলেও তারা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এ সম্মান পেয়েছিলেন। কোহলি পেলেন ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই। আর এখানেই অনন্য কোহলি, তার চেয়ে কম বয়সে এ সম্মান অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের ভাগ্যে জোটেনি। এর আগে মাঠটির গেটের নাম রাখা হয়েছিল সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ ও ভারতীয় নারী দলের প্রথম সেঞ্চুরিয়ান আঞ্জুম চোপড়ার নামে। স্টেডিয়ামের হল অব ফেমে রয়েছে সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির নাম।
গতকাল জানানো হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ‘বিরাট কোহলি স্ট্যান্ড’ এর উদ্বোধন করা হবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামের ভারোত্তলন স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। কোহলি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে গোটা ভারতীয় দল। সবাইকে সংবর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানে।
দিল্লি জেলা ক্রিকেট সংস্থার প্রধান রজত শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির অবিশ্বাস্য অর্জন দিল্লি জেলা ক্রিকেট সংস্থাকে (ডিডিসিএ) গর্বিত করেছে।
ভারতের হয়ে এ পর্যন্ত ৭৭ টেস্টে ৬৬১৩, ২৩৯ ওয়ানডে ১১৫২০ এবং ৭০ টি-টুয়েন্টিতে ২৩৬৯ রান করেছেন কোহলি। সব মিলিয়ে ইতিমধ্যে সেঞ্চুরি করেছেন ৬৮টি। খুব শিগগিরই যে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাবেন সেটা বলার অপেক্ষা রাখে না।