রাশিদ রিয়াজ : ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলিকে দেখতে রোববার রাতে এইমস-এ পৌঁছান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর পরেই হাসপাতালে যান প্ধারনমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে রোববার বিকেলে প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান।
প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, জানাল এইমস। ফুসফুস সঠিক ভাবে কাজ না করার ফলে বর্তমানে তাঁকে একস্ট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বিভাগে রাখা হয়েছে। গত কয়েক দিন ধরে জেটলির ফুসফুসের কঠিন সমস্যা দেখা দেওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে জেটলির ফুসফুসের কঠিন সমস্যা দেখা দেওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে।
গত ৯ অগস্ট নিঃশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় অরুণ জেটলিকে দিল্লির এইমস-এ ভরতি করা হয়। শনিবার তাঁকে দেখতে যান অমিত শাহ, পীষূষ গয়াল, হর্ষ বর্ধনের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা।