এল আর বাদল : কাশ্মীর নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের গলায় সুর মেলালেন সাবেক পাক পেসার শোয়েব আখতার। জম্মু-কাশ্মীর থেকে ভারত সরকার আর্টিকল ৩৭০ তুলে নেওয়ায় মোদী সরকারের তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই ইস্যুতে পাশে পেলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েবকে। ঈদ মুবারক জানিয়ে কাশ্মীরিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সাবেক এই পাক পেসার।
৫ অগস্ট জম্মু-কাশ্মীর থেকে আর্টিকল ৩৭০ ধারা তুলে নিয়েছে মোদী সরকার। ফলে রাজ্য থেকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে ভূ-স্বর্গ। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর থেকে লাদাখকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা দিয়েছে ভারত সরকার। মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইমরান খানের সরকার। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হওয়া সত্তে¡ও রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে নালিশ করেও লাভ হয়নি পাকিস্তানের।
মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করে ভারতের সঙ্গে অসহযোগিতার পথে হেঁটেছে পাক সরকার। দু’দেশের মধ্যে ট্রেন্ট ও বাস চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইমরান খানের সরকার। বন্ধ করে দেওয়া হয় দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক। শুধু তাই নয়, কাশ্মীর ইস্যুতে মোদী সরকারের বিরোধীতা করে ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদ‚তকে ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তান। দিল্লি থেকেও পাক রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান।
আন্তর্জাতিক স্তরে কাউকে পাশে না-পেলেও কাশ্মীর নিয়ে দেশের জনগণকে পাশে পাচ্ছেন ইমরান। সোমবার কাশ্মীর নিয়ে ভারত সরকারের সমালোচনা করে টুইটারে এক চোখে ব্যান্ডেজ দেওয়া একটি শিশুর ছবি পোস্ট করেছেন সাবেক পাক পেসার শোয়েব আখতার। ছবির ক্যাপশন হিসেবে শোয়েব লিখেন,We stand bz zour side .. EID Mubarak. শিশুটির বুকের উপর লেখা..You define sacrifice. We praz for zour freedom and what a great purpose to live for- কলকাতা টোয়েন্টি ফোর