শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে শিরোপা জেতানোর পরও পরিবারকে ঈদ শুভেচ্ছা জানাতে পারেননি কাশ্মীরি ক্রিকেটার ওয়াসিম

আক্তারুজ্জামান : ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের এ ওপেনার জীবনে প্রথমবারের মতো ঈদ কাটালেন পরিবার ছাড়াই। ঈদের দিন তাকে মুখোমুখি হতে হয়েছিলো চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানের। আর সে ম্যাচে ভারতকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছেন ওয়াসিম। কিন্তু ভারতকে জেতানোর পরও নিজের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারেননি তিনি। অবরুদ্ধ কাশ্মীর যে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে।

শারীরিক প্রতিবন্ধীদের ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ চলছে ইংল্যান্ডে। সোমবার ওই সিরিজে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। এ ম্যাচে ৪৩ বলে ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন ওয়াসিম। পরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েও চ্যাম্পিয়ন হয় ভারত। দল শিরোপা জেতায় ওয়াসিমের পরিবার ছাড়াই ঈদ করার কষ্টটা তাই কিছুটা হলেও লাঘব হওয়ার কথা। কিন্তু তার দুশ্চিন্তা অন্য জায়গায়। তার দেশ যে কাশ্মীর।

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার গোপাল পোরা গ্রামে ওয়াসিমের পরিবারের বসবাস। ৩ আগস্ট পরিবারের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হওয়ার পরদিনই ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। এরপর কাশ্মীরে ১৪৪ ধারা জারি করা হয়। মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রচুর সৈন্যও মোতায়েন করা হয়েছে সেখানে। আতঙ্কে সাধারণ মানুষ কাশ্মীর ছাড়ছে। ওয়াসিম তাই পরিবারের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত।

ভারতীয় সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘খুব চিন্তায় ছিলাম, এখনো আছি। প্রায় ১০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। এসব ভুলে খেলায় মনোযোগী হওয়া অনেক কঠিন, এমনকি পাকিস্তানের বিপক্ষেও যেটা কিনা আমাদের জন্য সবচেয়ে প্রত্যাশিত ম্যাচ ছিল। তবে দলকে শেষ পর্যন্ত জেতাতে পেরেছি।’

পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরেও হতাশ ওয়াসিম, ‘জীবনে এই প্রথমবারের মতো পরিবার ছাড়াই ঈদ করেছি, তাদের শুভেচ্ছাও জানাতে পারিনি। তাদের সত্যিই খুব মনে পড়েছে কিন্তু ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গত সপ্তাহ ধরে যোগাযোগ করতে পারিনি। ঘরের কী অবস্থা, সবাই কেমন আছে তা জানি না।’

ভারতের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা পারভেজ রাসুলের পরিচালনায় স্থানীয় ক্লাব ‘খান সুলতান’-এ যোগ দেন ওয়াসিম। ভারতের শারীরিক প্রতিবন্ধী দলে কাশ্মীর থেকে সুযোগ পাওয়া ওয়াসিম ও পেসার আমির হাসানের খেলার সরঞ্জামের জোগান দেন পারভেজ রাসুল। ‘কাশ্মীরে ক্রিকেট প্রতিভার অভাব নেই। সেখানে শান্তি প্রতিষ্ঠা হলে ভারতের হয়ে খেলার মতো অনেক ক্রিকেটারই উঠে আসবে।’ এমনটা বলেন ওয়াসিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়