শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া এমন কিছু করেননি যে তাঁকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, বললেন মির্জা ফখরুল ইসলাম

সাদ্দাম হোসনে : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া এমন কিছু করেননি যে তাঁকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি অন্যায় করেননি, কোনো অপরাধ করেননি, নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার ক্ষমতার জোরে তাঁকে বন্দী করে রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বুধবার সকালে কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান, যুবদল নেতা আবু তাহের দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশের সার্বিক অর্থনৈতিক নৈরাজ্য ও টানপোড়েনের প্রভাব সাম্প্রতিক চামড়া বাজারের বিপর্যয়ের কারণ বলে উল্লেখ করে বলেন, মানুষ কুরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সেটা পুতে ফেলেছেন। এটা দেশের বিরাট অর্থনৈতিক ক্ষতি যার বিরূপ প্রভাব পড়বে আমাদের লেদার শিল্পে।

তিনি বলেন, নির্বাচিত নয় বলেই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই তারা দেশের দীর্ঘমেয়াদি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ক্ষতি করে চলেছেন। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়