শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলিদের কোচ হওয়ার শর্টলিস্টে ৬ জন, চূড়ান্ত হবে আগামী শুক্রবার

আক্তারুজ্জামান : বিশ্বকাপ মিশন ব্যর্থতায় শেষ হয়েছিলো ভারতের। এরপর নতুনভাবে সব শুরু করার লক্ষ্যে পরিকল্পনায় হাত দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই)। যার প্রথম পদক্ষেপ ছিলো কোচ ছাটাই। এরপর কোচ বাছাই। ভারতের কোচ হতে প্রায় ২ হাজার আবেদন পড়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শক কমিটি ছয় জনের শর্টলিস্ট চূড়ান্ত করেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, শর্ট লিস্টে থাকা একজনই হবেন ভারতের পরবর্তী কোচ। আর কে হবেন ভারতের পরবর্তী কোচ সেটা জানা যাবে আগামী শুক্রবার।

শর্ট লিস্টে থাকা ছয়জনের মধ্যে বর্তমান কোচ রবি শাস্ত্রী ছাড়াও আছেন টম মুডি, মাইক হেসন, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং। এই ছয় জনের সাক্ষাৎকার নেবে কপিল দেবের কোচ বাছাই কমিটি। ভারতের বাইরে যারা আছেন তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবে। ভারতে যারা আছেন তারা সরাসরি সাক্ষাৎকার দেবেন।

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বাদে কোচ বাছাই কমিটিতে রয়েছেন ভারতের প্রাক্তন কোচ ও ওপেনার আয়ুশমান গায়কোড় ও ভারতের প্রাক্তন নারী দলের অধিনায়ক সান্তনা রঙ্গস্বামী।

জানা গেছে, রবী শাস্ত্রী বাদে প্রত্যেকেই ভারতে উপস্থিত হয়ে কোচ হতে সাক্ষাৎকার দেবেন। জাতীয় দলের সঙ্গে রবী শাস্ত্রী এখন ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই চলবে তার সাক্ষাৎকার। ভারতের পাশাপাশি বাংলাদেশের কোচ হতে আবেদন করা মাইক হেসন বুধবার বাংলাদেশে আসছেন। সেদিনই তার সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ থেকে ভারতে যাবেন হেসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়