শিরোনাম
◈ ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধের জন্যই আইনসভার উচ্চকক্ষ: অধ্যাপক আলী রীয়াজ ◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলিদের কোচ হওয়ার শর্টলিস্টে ৬ জন, চূড়ান্ত হবে আগামী শুক্রবার

আক্তারুজ্জামান : বিশ্বকাপ মিশন ব্যর্থতায় শেষ হয়েছিলো ভারতের। এরপর নতুনভাবে সব শুরু করার লক্ষ্যে পরিকল্পনায় হাত দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই)। যার প্রথম পদক্ষেপ ছিলো কোচ ছাটাই। এরপর কোচ বাছাই। ভারতের কোচ হতে প্রায় ২ হাজার আবেদন পড়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শক কমিটি ছয় জনের শর্টলিস্ট চূড়ান্ত করেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, শর্ট লিস্টে থাকা একজনই হবেন ভারতের পরবর্তী কোচ। আর কে হবেন ভারতের পরবর্তী কোচ সেটা জানা যাবে আগামী শুক্রবার।

শর্ট লিস্টে থাকা ছয়জনের মধ্যে বর্তমান কোচ রবি শাস্ত্রী ছাড়াও আছেন টম মুডি, মাইক হেসন, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং। এই ছয় জনের সাক্ষাৎকার নেবে কপিল দেবের কোচ বাছাই কমিটি। ভারতের বাইরে যারা আছেন তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবে। ভারতে যারা আছেন তারা সরাসরি সাক্ষাৎকার দেবেন।

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বাদে কোচ বাছাই কমিটিতে রয়েছেন ভারতের প্রাক্তন কোচ ও ওপেনার আয়ুশমান গায়কোড় ও ভারতের প্রাক্তন নারী দলের অধিনায়ক সান্তনা রঙ্গস্বামী।

জানা গেছে, রবী শাস্ত্রী বাদে প্রত্যেকেই ভারতে উপস্থিত হয়ে কোচ হতে সাক্ষাৎকার দেবেন। জাতীয় দলের সঙ্গে রবী শাস্ত্রী এখন ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই চলবে তার সাক্ষাৎকার। ভারতের পাশাপাশি বাংলাদেশের কোচ হতে আবেদন করা মাইক হেসন বুধবার বাংলাদেশে আসছেন। সেদিনই তার সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ থেকে ভারতে যাবেন হেসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়