শিরোনাম
◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীরে অশান্তিতে মদদ দিচ্ছে আইএসআই, এমন অভিযোগে টুইটারকে চিঠি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের

রাশিদ রিয়াজ :  সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ সোশ্যাল সাইট ব্যবহারকারীদের গুজবে কান না দিতে বলেছে, পাক নিয়ন্ত্রিত অ্যাকাউন্টগুলি সরাক টুইটার, অনুরোধ ভারতের কেন্দ্রীয় সরকারের। জম্মু ও কাশ্মীরের  বাইরের লোকদের দ্বারা পরিচালিত আটটি অ্যাকাউন্ট সরানোর জন্য মাইক্রোব্লগিং সাইট টুইটারকে চিঠি দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের নির্দেশে চালানো হচ্ছে ওই অ্যাকাউন্টগুলি যা উপত্যকায় অশান্তি ছড়ানোর ব্যাপারে মদদ দিচ্ছে, গোয়েন্দা সূত্রে এই তথ্য পায় কেন্দ্র। তারপরেই পাক নিয়ন্ত্রিত টুইটার অ্যাকাউন্টগুলি সরানোর ব্য়াপারে তৎপর হয়েছে মোদি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার মধ্যে ঘিরে রাখা হয়েছে জম্মু ও কাশ্মীরকে, প্রায় একরকম থমথমে পরিস্থিতি রয়েছে উপত্যকা জুড়ে।

স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা ট্যুইটারকে এক চিঠিতে জানিয়েছেন যে, নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রকের এক প্রবীণ আধিকারিকের মতে, ওই অ্যাকাউন্টগুলি "কাশ্মীর উপত্যকায় শান্তি নষ্টের চেষ্টা করছে ও গুজব এবং ভুল তথ্য ছড়াচ্ছে"। "এই হ্যান্ডল গুলো ভুয়ো সংবাদ প্রচার করছিল এবং তারা নিজেদের ট্যুইটে যে ভাষাটি ব্যবহার করছে তা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তারা হয় (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) আইএসআই, নয়তো পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত" এনডিটিভিকে জানান এক প্রবীণ পুলিশকর্তা ।

"এই ট্যুইটার হ্যান্ডলগুলো (কাশ্মীর) উপত্যকার  নয়। এঁদের সঙ্গে যেকোন ধরণের তথ্য আদানপ্রদান করা অনুচিত হবে। আমরা ট্যুইটার  কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি এবং নাগরিকদেরও এই ধরণের অ্যাকাউন্ট থেকে প্রচারিত গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেছি," কাশ্মীরের ইনস্পেকটর জেনারেল স্বয়ম প্রকাশ পানি এনডিটিভিকে জানান এ কথা।

কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং অন্যান্য সুরক্ষা সংস্থাগুলি সোশ্যাল সাইট ব্যবহারকারীদের গুজবে কান না দেওয়ার ব্যাপারে উপত্যকাবাসীকে সতর্ক করেছে। গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটিয়েছে কেন্দ্র এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার ঘোষণা করেছে।

"আমরা গোপনীয়তা এবং সুরক্ষার কারণে এই ধরণের অ্যাকাউন্ট সম্বন্ধে কোনও মন্তব্য করি না। ট্যুইটারে করা আইনি অনুরোধগুলি আমাদের ট্যুইটার ট্রান্সপারেন্সি রিপোর্টে বার্ষিক দু'বার প্রকাশিত হয়," ট্যুইটারের (Twitter) এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন এ কথা।

সোমবার সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের মধ্যে দ্বন্দ্ব বিষয়ক এক পাকিস্তানি সাংবাদিকের ট্যুইটকে "ভুয়ো" বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ওই ভুয়ো সংঘর্ষের বিষয়ে পোস্টটি পাকিস্তানের সাংবাদিক ওয়াজাহাত সঈদ খান নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে করেছিলেন।

জম্মু ও কাশ্মীর পুলিশ আরও জানিয়েছে যে তারা ট্য়ুইটারকে ব্যবহারকারীর প্রযুক্তিগত বিবরণ দিতে বলেছে। "ট্য়ুইটার হ্যান্ডেল 'ডাব্লুএসকে' খুব ঘন ঘন গুজব ছড়াচ্ছে যা কাশ্মীর উপত্যকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ধরণের ট্যুইটগুলি "বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ," ছড়ানোর ব্যাপারেও মদত দিতে পারে বলে রাজ্য পুলিশ অভিযোগ করেছে।

কেন্দ্রীয় সরকার বলেছে যে কাশ্মীর উপত্যকায় গুলি চালানোর মতো গুজবগুলিতে মানুষ অবশ্যই বিশ্বাস করেনি।

এদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স কেন্দ্রীয় সরকারের এই কাশ্মীর সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। দলটির দুই সাংসদ আকবর লোন এবং হাসনাইন মাসুদি-এর দায়ের করা আবেদনে দলটি কেন্দ্রের এই পদক্ষেপকে "বেআইনি" বলে দাবি করেছে। এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়