শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরকে ফিলিস্তিনে পরিণত করা হয়েছে বললেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার

রাশিদ রিয়াজ : ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা মণিশঙ্কর আইয়ার বলেছেন, কাশ্মীরকে ফিলিস্তিনে পরিণত করা হয়েছে। সোমবার হিন্দি টিভি চ্যানেলের ‘আজতক’ ওয়েবসাইট ওই তথ্য জানিয়েছে। জম্মু-কাশ্মীর থেকে সেরাজ্যের মানুষদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিল ইস্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে মণিশঙ্কর আইয়ার বলেন, মোদি-অমিত শাহ (প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী) জুটি দেশের উত্তর সীমান্তে নতুন এক ফিলিস্তিন তৈরি করেছেন। তিনি গণমাধ্যমে এক নিবন্ধে বলেন, মোদি-শাহ নিজেদের গুরু বেনইয়ামিন নেতানিয়াহু ও ইহুদিদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। তিনি বলেন, মোদি-অমিত শাহ এদের কাছ থেকে শিখেছেন কীভাবে কাশ্মিরিদের আজাদি, গৌরব ও আত্মমর্যাদাকে পদদলিত করতে হয়।

মণিশঙ্কর আইয়ার বলেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহ বর্তমানে আমাদের উত্তর সীমান্তে এক ফিলিস্তিন বানিয়েছেন। এরকম করার জন্য ওরা আগে উপত্যকায় পাকিস্তানি আক্রমণের মিথ্যা প্রচারণা রচনা করেন যাতে সেখানে অতিরিক্ত ৩৫ হাজার জওয়ান মোতায়েন করা যায়, যেখানে আগে থেকেই লাখো জওয়ান রয়েছে।

মণিশঙ্কর তার নিবন্ধে বলেন, এরপরে অমরনাথ তীর্থযাত্রীদের উপত্যকা থেকে জোর করে বের করে দেয়া হয়। চারশ’ দোকানদারকে আটক করা হয়। ওরা স্কুল-কলেজ, দোকানপাট, পেট্রলপাম্প বন্ধ করে দেয় এরফলে শ্রীনগর ও উপত্যকার অন্য শহর খালি হয়ে যায়। উপত্যকার বাবা-মায়েরা দেশের অন্যত্র থাকা সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ রাখা হয়েছে।

ইসরাইলের তীব্র সমালোচনা করে মণিশঙ্কর আইয়ার বলেন, ৭০ বছর ধরে ইসরাইলও ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিষ্ঠুর অপারেশন চালাচ্ছে। পশ্চিমি সাম্রাজ্যবাদ ও ইহুদি যুদ্ধ যন্ত্রের ফলে ফিলিস্তিনিদের চূর্ণ করা হয়েছে। কিন্তু তারা বার বার উঠে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘আচ্ছে দিন’-এর (সুদিন) পরিবর্তে, সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে তা উপত্যকার দীর্ঘ ও অন্ধকার রাত। সম্ভবত দেশের বাকী অংশেও এরকম ঘটবে। এরফলে সাম্প্রদায়িকতার সূচনা করার চেষ্টা হবে, রাজনৈতিক উত্তেজনা বাড়বে, সন্ত্রাসবাদের উত্থান হবে, সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি হবে এবং গেরিলা যুদ্ধ হতে পারে বলে মণিশঙ্কর আইয়ার মন্তব্য করেন। '১৯৭১ সালে পূর্বপাকিস্তানেও এটাই হয়েছিল এবং আমরাও এরকমই এক বিপর্যয় মাথায় নিয়ে আসছি এজন্য সাবধান থাকুন।'

এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ (সোমবার) রেডিও তেহরানকে বলেন, মণিশঙ্কর আইয়ার যে মন্তব্য করেছেন সেই মন্তব্য অনেক আগে সংসদে করেছেন আরজেডি এমপি মনোজ ঝা। সঠিক মন্তব্য। তিনি প্যালেস্টাইনে (ফিলিস্তিন) রূপান্তরিত হওয়ার কথা বলেছিলেন। কাশ্মীরের কিছু মানুষ ছিলেন যারা হয়তো ভারতের সঙ্গে থাকতে চাইতেন না। কিন্তু এখন যে অবস্থা হয়েছে কাশ্মীরের বেশিরভাগ মানুষকেই স্বাধীনতার পক্ষে করে তোলা হল। এটাকে অস্ত্র দিয়ে দমন করার চেষ্টা হলেও অস্ত্র দিয়ে কখনও কোনও সমাধান আজ পর্যন্ত হয়নি। প্যালেস্টাইনকে ধ্বংস করতে চেয়েও ইসরাইল পারেনি এবং পারবে বলে মনেও হয় না।’

ড. ইমানুল হক আরও বলেন, ‘আজকে বিশ্বের জনমত কাশ্মীরের জনগণের পক্ষে। অমিত শাহরা সম্পূর্ণ চলছেন ইসরাইলের বুদ্ধিতে। তাদের লক্ষ্য হচ্ছে যুদ্ধ বাধানো। যুদ্ধ বাধিয়ে ইসরাইল ও আমেরিকার অস্ত্র কিনে কাটমানি খাওয়া। সেজন্য তারা ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিচ্ছেন। জিনিষপত্রের দাম লাগামছাড়া, সাড়ে তিন লাখ রেলের কর্মী ছাঁটাই হচ্ছেন, সাড়ে তেরো লাখ গাড়ি শিল্পে ছাঁটাই হচ্ছেন। এসবকে চাপা দেয়ার জন্য তারা কেবল কাশ্মীরি জনগণের ইচ্ছাকে বলি দিলেন না, ভারতের যে গণতান্ত্রিক মর্যাদাবোধ, যে ঐতিহ্য তার জায়গায় তারা ইহুদী সাম্রাজ্যবাদ পথে সেখানে গৈরিক সাম্রাজ্যবাদ বা সঙ্ঘী সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যা ভারতীয় ঐতিহ্যের, ভারতীয় সংবিধানের, ভারতীয় রীতিনীতি, ভারতীয় গণতান্ত্রিকতার সম্পূর্ণ বিরোধী।’ পারসটুডে থেকে নেয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়