শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘুর চো‌খে কাশ্মীর

বিপ্লব কুমার পোদ্দার : জম্বু অার কাশ্মীরের মানুষের মনের অবস্থা হয়তো আমি কিছুটা বুঝতে পারি। কারণ আমিও একজন সংখ্যা লঘু। কাশ্মীরের বর্তমান অবস্থা আমি তাদেরকে মুসলমান হিসেবে বিবেচনা না করে, বিবেচনা করি উগ্রবাদী শাসকের রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য সংখ্যালঘু মানুষের উপর সীমাহীন নির্যাতনের এক চিত্র হিসেবে। কিছুটা হলেও নিরাশার মধ্যে অল্প একটু আশার বাণী, জাতিসংঘের উদ্বিগ্নতা কাশ্মীরের বিষয় নিয়ে। মানুষের সত্যিকারের ধর্ম আমার কাছে মনে হয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ। তাই বাংলাদেশের হিন্দুরা কাশ্মীরের প্রশ্নে উগ্রবাদী নীতির বিরোধিতা করে প্রমান করুক তারা বাংলাদেশের এবং তারা বাংলাদেশী হিসেবেই যথার্থ বিরোধিতা করছে।

তবে ভারতের মনে রাখা উচিত পাকিস্তান যে ভুল করেছিল ১৯৭১ এ , মনেেহয় সে ভুল ভারত‌ আজ করছে। হয়তো ভারতকে পাকিস্তানের চেয়েও অনেক বেশি মূল্য দিতে হতে পারে অদূর ভবিষ্যতে। এরই মধ্যে ভারত আবার পাকিস্তা‌নের সাথে চী‌নের কাছেও তা‌দের পাওনা জমি আছে বলে ঘোষনা করছে। আমার তো তাদের কথা বার্তা দেখে মনে হচ্ছে চীন বোধহয় কান্নাকাটি শুরু করে দিয়েছে। এরই মধ্যে আসাম থেকে ৩০/৪০ লক্ষ মানুষ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। আবার একই সাথে বাংলা‌দেশের কা‌ছে জমি চাইছে বিমানবন্দর করার জন্য। আমরা আপনাদের জমি দেই বিমানবন্দরের জন্য, আপনারা বড়োলোক হিসেবে আমাদের ফারাক্কা বাঁধ দিবেন কি? আমরা সেই বাঁধের রক্ষনা বেক্ষন করবো।

এবার দেশের প্রসং‌গে  আসি। ডেঙ্গুকে নিয়ে রাজনীতি না করে ঢাকার দুই মেয়রকে অন্তত কিছুদিন ছুটি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে নিশ্চয়ই একটােভালো ফল আসবে বলে বহু মানু‌ষের ধারনা।

সাম্রতিক উপমহাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রীকে মুক্ত মনে মুক্তি দিয়ে আগাম ব্যবস্থা গ্রহণ করলে সব পক্ষই লাভবান হবে। সবশেষে অনাচার, অবিচার আর রাষ্ট্রীয় নির্যাতন থেকে মুক্তি পাক আসাম , কাশ্মীর সহ সারা বিশ্বের মানুষ। এই প্রত্যয়ে শেষ করছি।

‌বিপ্লব কুমার পোদ্দার লেখকঃ লন্ড‌নে কর্মরত অাইনজী‌বি ও সমাজকর্মী

  • সর্বশেষ
  • জনপ্রিয়