শিরোনাম
◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াকার ইউনুসের দুর্বল নেতৃত্বের কারণে বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হার, জানালেন শোয়েব

এল আর বাদল : পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ১৬ বছর আগের বিশ্বকাপে ভারতের কাছে হারের রহস্য প্রকাশ করলেন। পাকিস্তানের এই সাবেক পেসার নিজের ইউটিউব চ্যানেলে জানান, দলের তৎকালীন অধিনায়ক ওয়াকার ইউনুসের দুর্বল নেতৃত্বের কারণে সেবার হার মানতে হয়েছিলো পাকিস্তানকে।

সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত পাকিস্তান-ভারত ম্যাচে ২৭৩ রান করেও ‘টিম ইন্ডিয়া’কে হারাতে পারেনি পাকিস্তান। অথচ পাকিস্তানের বোলিং আক্রমণ সেবার দুর্দান্ত ছিলো।

ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ২০০৩ বিশ্বকাপের পাকিস্তান-ভারত ম্যাচ ছিলো আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক ম্যাচ। আমরা ২৭৩ রান করেও ওইদিন ভারতকে থামাতে পারিনি।

পাকিস্তানের ব্যাটিং শেষে ড্রেসিংরুমের কথাও জানিয়েছেন শোয়েব। তিনি বলেন, আমাদের ইনিংসের শেষে দলের সতীর্থদের বলেছিলাম, আমরা ৩০-৪০ রান কম করেছি। আমার কথা শুনে দলের বাকিরা চেঁচিয়ে উঠেছিলো। সবাই বলেছিল, ২৭৩ রানও যদি জেতার জন্য যথেষ্ট না হয়, তা হলে কতো রান দরকার। অনেকেই বলেছিলো, আমরা ভারতকে আউট করে দিতে পারবো। আমি জানতাম পিচ ব্যাটিংসহায়ক। দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানরা সুবিধা পাবে।

শোয়েব বলেন, আমরা যখন বল করতে নামি, তখন আমি ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। শচীন আর শেবাগ শুরু থেকেই মারছিলো। পয়েন্টের উপর দিয়ে আমাকে ছক্কাও মারে।

শোয়েব মার খাচ্ছেন দেখে অধিনায়ক ওয়াকার ইউনুস তাকে আক্রমণ থেকে সরিয়ে নেন। পরে আবার তাকে আক্রমণে আনেন ওয়াকার। তখন অবশ্য অনেক দেরি হয়ে গেছে। ওয়াকার যখন পরে আক্রমণে আনেন শোয়েবকে, তখন শর্ট বল করছিলেন তিনি। এরকমই একটা দুরন্ত গতির শর্ট বল থেকে শচীন ব্যাট সরাতে না পেরে আউট হন। শোয়েব বলেন, ‘দুর্বল নেতৃত্বের জন্য ম্যাচটা হারতে হয়েছিল।’ সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়