শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যালিফোর্নিয়া হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এফবিআই

সালেহ্ বিপ্লব : ক্যালিফোর্নিয়া ফুড ফেস্টিভ্যালে গত সপ্তাহে বন্দুকধারীর গুলীতে ২ শিশুসহ ৩ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা আজ জানিয়েছেন, নিহত খুনি স্যান্টিনো উইলিয়াম লিগ্যান-এর হিট লিস্ট সম্পর্কে তারা জানতে পেরেছেন। লিগ্যান বেশ কিছু ধর্মীয় ও সরকারি ভবনে হামলার পরিকল্পনা করেছিলো। ওই হত্যাকাণ্ড ঘটানোর পর নিজের গুলীতে আহত লিগ্যান নিজেও মারা গেছে গত ২৮ জুলাই।  বিবিসি, সিবিএস

এফবিআই’র স্পেশাল এজেন্ট জন বেনেট বলেন, লিগ্যান সন্ত্রাসবাদী ভাবাদর্শে প্রভাবিত ছিলো। তবে এফবিআই এখনো খুনের মোটিভ খুঁজে পায়নি। এফবিআই একই সঙ্গে টেক্সাসের এলপেসোতে ওয়ালমার্ট-এর শোরুমে ২২ জন নিহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে। ডেটনে ৯ জনের প্রাণহানির ঘটনারও তদন্ত শুরু হয়েছে। এফবিআইর ধারণা ডেটনের খুনিও সন্ত্রাসবাদে প্রভাবিত ছিলো।

জন বেনেট সংবাদ সম্মেলনে জানান, নিহত খুনি লিগ্যানের টার্গেট লিস্টে বেশ কিছু প্রতিষ্ঠানের নাম রয়েছে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি অবহিত করছেন, তবে এখনই নামগুলো প্রকাশ করছেন না তারা।

এফবিআই’র স্পেশাল এজেন্ট আরও জানান, ফুড ফেস্টিভ্যাল ছাড়াও লিগ্যানের তালিকায় ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি ভবন, আদালত, প্রধান দুই দলসহ অন্যান্য রাজনৈতিক দলের অফিস ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়