শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানের সাথে শান্তি আলোচনায় আফগানিস্তানের স্বার্থ বিসর্জন দেয়া যাবে না বললেন, প্রেসিডেন্ট আশরাফ গনি

রাশিদ রিয়াজ : তালেবানদের সাথে শান্তি আলোচনার পাশাপাশি গত জুলাই মাসে আফগানিস্তানে সন্ত্রাসে অনত্ত ১৫শ মানুষ নিহত হয়েছে। তাই  আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তার দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোশ করা হবে না। তিনি রোববার আফগান সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন।

আশরাফ গনি বলেন, তালেবানের সঙ্গে সংলাপে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ বিষয়ে কোনো আপোষ বা সমঝোতা হবে না। গত ১৮ বছর ধরে তিলে তিলে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ গড়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট গনি। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় মিত্র দেশগুলিও গত দুই দশকের অর্জনগুলো রক্ষা করার ওপর জোর দিয়েছে।

আফগানিস্তানের সংবিধানে দেশটিকে ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি গুজবে কান না দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতদিন তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনায় না বসছে ততদিন এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে যেতে হবে।

কাতারের রাজধানী দোহায় শনিবার থেকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যখন তালেবানের অষ্টম দফা বৈঠক শুরু হয়েছে তখন প্রেসিডেন্ট গনি এসব কথা বললেন। আমেরিকা গত বেশ কয়েক মাস ধরে আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে গত সাত দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তালেবানও আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়