শিরোনাম
◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে  ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা‌কে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জে চ‌্যা‌ম্পিয়ন বাংলা‌দেশের যুবারা ◈ তারেক রহমানের ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন: আবদুস সালাম ◈ ভারত নির্ভরশীলতা থেকে বৈরিতা, চীন ও পাকিস্তানের সাথে নৈকট্য: অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অর্জন কতটা? ◈ ভারতীয় বো‌র্ডের চা‌পে ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন রোহিত শর্ম ও বিরাট কোহলি ◈ ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল ◈ বিএনপির মঞ্চে ‘নৌকা’ সমর্থক শিল্পীর গান, ক্ষুব্ধ নেতাকর্মীরা ◈ চারঘাটে জলাবদ্ধতায় কৃষকদের বিপর্যয়: আমন আবাদ অনিশ্চিত, ক্ষতির আশঙ্কা ৩ কোটি টাকা ◈ ড্রাইভার-হেলপারকে খালে ফেলে রডবোঝাই ট্রাক ডাকাতি, নোয়াখালীতে আটক ২ ◈ ১৯ বছরেও টোলমুক্ত নয় ফকির মজনু শাহ্ সেতু, আয় নির্মাণ ব্যয়ের চারগুণেরও বেশি

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের ঈদে আফসানা মিমির উপস্থাপনায় চ্যানেল আইয়ে সৈয়দ আব্দুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান

আবু সুফিয়ান রতন : গত বছরের রোজার ঈদে বাংলাদেশ টেলিভিশনের একটি সঙ্গীতানুষ্ঠান এবং চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আফসানা মিমি। এক বছর পর আবারও ঈদ অনুষ্ঠান উপস্থাপনা করছেন এই অভিনেত্রী ও উপস্থাপক। চ্যানেল আইয়ে সৈয়দ আবদুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনায় তাকে দেখা যাবে।

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে। এটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, 'ঈদ আয়োজন মানেই বিশেষ কিছু। এই ঈদেও চ্যানেল আইয়ে একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিচ্ছি। সেখানে শ্রোতাদের শোনাব তাদের প্রিয় কিছু গান। আফসানা মিমি এ আয়োজনে উপস্থাপক হিসেবে থাকছেন- এটাও এক ধরনের ভালোলাগা। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।'

আফসানা মিমি বলেন, 'আগেও বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে চ্যানেল আইয়ের এবারের আয়োজন কিছুটা ভিন্ন ধরনের। সেখানে প্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী গাইবেন, সবার প্রিয় কিছু গান। গানের ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথাও হবে। আশা করছি, গানের এই আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে।' আফসানা মিমি আরও বলেন, 'সৈয়দ আবদুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান ছাড়াও এবারের ঈদে বিভিন্ন চ্যানেলের বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। উপস্থাপনার প্রতি ভালোলাগা থেকেই এবার একাধিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া। পরিকল্পনায় ভিন্নতা আছে- এমন কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেলে নিয়মিত উপস্থাপনার ইচ্ছা আছে।'

একক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি সৈয়দ আবদুল হাদী বাংলাভিশনে 'গানে গানে দেশে দেশে' সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনা ও গানের নতুন সংকলনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে আফসানা মিমি অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ ছাড়াও তিনি ব্যস্ত আছেন নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিচালনা নিয়ে।

 

/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়