শিরোনাম
◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট ◈ কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে, প্রশ্ন ওবায়দুল কাদেরের (ভিডিও) ◈ ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি ◈ তাপপ্রবাহ কমে বৃষ্টি ও ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ১০:১৬ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ টার্গেটে সক্রিয় মৌসুমি অপরাধীরা

ইসমাঈল ইমু : আসন্ন ঈদুল আজহাকে ঘিরে সক্রিয় মৌসুমি অপরাধীরা। প্রতিদিনই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চলে এসব অপরাধীর কার্যক্রম। কখনো সাধারণ মানুষকে অচেতন করে, কখনো অস্ত্রের মুখে জিম্মি করে এরা লুটে নিচ্ছে টাকা-পয়সাসহ মূল্যবান সম্পদ। অজ্ঞানপার্টি-ছিনতাইকারীর পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ীরাও। এসব অপরাধীকে ধরতে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছেন তারা।

ডিএমপির গোয়েন্দা বিভাগের একাধিক টিম গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৪০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে গোয়েন্দা দক্ষিণ বিভাগ ১৯ জন, পশ্চিম বিভাগ ৭ জন ও সিরিয়াস ক্রাইম বিভাগ ১৪ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চেতনা নাশক ট্যাবলেট, ট্যাবলেট মিশ্রিত খেজুর, হালুয়া ও জুস উদ্ধার করা হয়।

এছাড়া গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি, জাল রুপি তৈরির সরঞ্জামাদি ও মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত ৩১ জুলাই বিকেলে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকার একটি আবাসিক ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লিয়াকত হোসেন ওরফে জাকির, শান্তা আক্তার ও মমতাজ বেগম। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ২ হাজার টাকা মূল্যমানের ২৬ লাখ জাল রুপির নোট এবং জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১ টি কালার প্রিন্টার, ১টি লেমিনেশন মেশিন, জাল রুপি তৈরির বিপুল পরিমাণ কাগজ, প্রিন্টারে ব্যবহৃত বিভিন্ন ধরনের কালির কার্টিজ, সিকিউরিটি সিল সম্বলিত স্ক্রিন বোর্ড, গাম ও ভারতীয় জাল রুপি বানানোর জন্য ব্যবহৃত সিল মারা ফয়েল পেপার উদ্ধার করা হয়।

এছাড়াও মতিঝিলি থানাধীন ফকিরাপুল এলাকা হতে ৫০ লাখ জাল টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, লাল মিয়া ও শহিদুল ইসলাম। অপর একটি অভিযানে গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি টিম সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে আবিদা সুলতানা ও আল আমিনকে ৪০ লাখ ২০ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার করেছে।

ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, প্রতি বছরই ঈদকে ঘিরে মৌসুমি অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে অন্য বছরের তুলনায় খুবই কম অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধ করার আগেই অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। ঈদকে ঘিরে প্রতি বছর জাল টাকার ব্যবসায়ীরা বড় ধরনের টার্গেট নিয়ে মাঠে নামে। তবে এবার বেশ কয়েকটি গ্রুপকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এখন অনেকটাই কোণঠাসা জালনোট ব্যবসায়ীরা। তাদের ধরতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মাঠে রয়েছেন ডিবি পুলিশের সদস্যরা। সম্পাদনা : মিঠুন, সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়