শিরোনাম
◈ আমরা সঠিক পথে এগোচ্ছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে: মুহাম্মদ ইউনূস ◈ সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে আলটিমেটাম (ভিডিও) ◈ নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক পুলিশ: ডিএমপি কমিশনার ◈ উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭‌১ যাত্রী নিয়ে শাহজালালে নিরাপদে অবতরণ ◈ গভীর রাতে সীমান্তে ৭৫০ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও জনতার প্রতিরোধে পিছু হটলো বিএসএফ ◈ আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, খেলবেন চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে  ◈ রা‌শিয়ার `সম্রাট" বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, দাম ৩৫ মি‌লিয়ন ডলার ◈ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? ◈ নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ! ◈ ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, চারদিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের সপ্তম আসরে নতুন মালিকানা খুঁজছে চিটাগাং

নিজস্ব প্রতিবেদক : প্রথম দুই আসরে চিটাগাং কিংস হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পর্দাপণ করেছিলো এ ফ্র্যাঞ্চাইজটি। বিপিএলের তৃতীয় আসরে মালিকানাস্বত্ব হস্তান্তর হয়ে চিটাগাং ভাইকিংস নামে আসে। সপ্তম আসরে আবারও মালিকানা ছেড়ে দিচ্ছে ডিবিএল গ্রুপ। এর জন্য নতুন মালিকানার খোঁজে বিপিএল গভর্নিং বডি। এ দলটি নিয়ে গত আসরেও টুর্নামেন্টে অংশ নিয়ে জল কম ঘোলা হয়নি।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে বিপিএলে তাদের অংশের ব্যাপারটি নিশ্চিত করে। মূলত এর আগের আসরটিতে একঝাক তারকা ক্রিকেটার নিয়েও দলের ব্যর্থতার কারণে এগোয়তে চায়নি ফ্র্যাঞ্চাইজিটির মালিক ডিবিএল গ্রæপ। গত বিপিএলে শেষ মুহূর্তে নিজেদের আইকন হিসেবে মুশফিককে বেঁছে নেয় তারা।

অবশ্য এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়ছে ডিবিএল গ্রæপ। বিষয়টি নিশ্চিত করেছে তারা। বিপিএলের এবারের আসর অংশ নিতে আগ্রহ দেখায়নি তারা। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীও। অন্য কেউ কিনতে আগ্রহ দেখালে নতুন নামে আসতে পারে চট্টগ্রাম।

নিজাম উদ্দিন বলেন, ‘তারা আর আগ্রহ প্রকাশ করছে না। ডিবিএল গ্রæপ নামে যেটা ছিলো তারা কন্টিনিউ করবে না। আজ এক্সপ্রেশনাল ইন্টারেস্ট দেয়া হয়েছে। নতুন কেউ নিলে চট্টগ্রামের দল অন্য কোন নামে আসতে পারে।’

এইদিকে এ ইস্যুতে কথা বলেছেন ৬ষ্ঠ আসরে দলের সঙ্গে থাকা ও বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘ওরা তো মালিকানা ছেড়ে দিছে। ওরা করবে না। এখন আমরা তো জবলেস। এখন নতুন ফ্র্যাঞ্চাইজি এলে নতুন নামে হতে পারে।’
সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়