শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের সপ্তম আসরে নতুন মালিকানা খুঁজছে চিটাগাং

নিজস্ব প্রতিবেদক : প্রথম দুই আসরে চিটাগাং কিংস হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পর্দাপণ করেছিলো এ ফ্র্যাঞ্চাইজটি। বিপিএলের তৃতীয় আসরে মালিকানাস্বত্ব হস্তান্তর হয়ে চিটাগাং ভাইকিংস নামে আসে। সপ্তম আসরে আবারও মালিকানা ছেড়ে দিচ্ছে ডিবিএল গ্রুপ। এর জন্য নতুন মালিকানার খোঁজে বিপিএল গভর্নিং বডি। এ দলটি নিয়ে গত আসরেও টুর্নামেন্টে অংশ নিয়ে জল কম ঘোলা হয়নি।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে বিপিএলে তাদের অংশের ব্যাপারটি নিশ্চিত করে। মূলত এর আগের আসরটিতে একঝাক তারকা ক্রিকেটার নিয়েও দলের ব্যর্থতার কারণে এগোয়তে চায়নি ফ্র্যাঞ্চাইজিটির মালিক ডিবিএল গ্রæপ। গত বিপিএলে শেষ মুহূর্তে নিজেদের আইকন হিসেবে মুশফিককে বেঁছে নেয় তারা।

অবশ্য এবার ফ্র্যাঞ্চাইজি ছাড়ছে ডিবিএল গ্রæপ। বিষয়টি নিশ্চিত করেছে তারা। বিপিএলের এবারের আসর অংশ নিতে আগ্রহ দেখায়নি তারা। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীও। অন্য কেউ কিনতে আগ্রহ দেখালে নতুন নামে আসতে পারে চট্টগ্রাম।

নিজাম উদ্দিন বলেন, ‘তারা আর আগ্রহ প্রকাশ করছে না। ডিবিএল গ্রæপ নামে যেটা ছিলো তারা কন্টিনিউ করবে না। আজ এক্সপ্রেশনাল ইন্টারেস্ট দেয়া হয়েছে। নতুন কেউ নিলে চট্টগ্রামের দল অন্য কোন নামে আসতে পারে।’

এইদিকে এ ইস্যুতে কথা বলেছেন ৬ষ্ঠ আসরে দলের সঙ্গে থাকা ও বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘ওরা তো মালিকানা ছেড়ে দিছে। ওরা করবে না। এখন আমরা তো জবলেস। এখন নতুন ফ্র্যাঞ্চাইজি এলে নতুন নামে হতে পারে।’
সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়