শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট থেকে আমির অবসর নেয়ায় নিয়ম পাল্টাচ্ছে পিসিবি

স্পোর্টস ডেস্ক : ফর্মে থেকেও হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। মাত্র ২৭ বছরে লংগার ভার্সন থেকে বিদায় নেয়ায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন নিয়ম করতে যাচ্ছে তারা। জাতীয় দলে খেলতে হলে খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে পিসিবি।

ঘটা করে ক্রিকেটের অভিজাত সংস্করণ থেকে অবসর নিয়েছেন আমির। শুধু সীমিত ওভারের খেলার প্রতি মনোনিবেশ করতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অধিকন্তু যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের চিন্তাও রয়েছে তার।

এ রকম আরো কয়েকজনের এ পথে হাঁটার আশঙ্কা করছেন পাক কিংবদন্তিরা। ফলে ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের বাধ্যতামূলক অংশগ্রহণের কথা ভাবছে পিসিবি।

স্ত্রী নারজিস ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় যুক্তরাজ্যে স্থায়ী হবেন আমির। পাকিস্তানের হয়ে কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। বোর্ডের এক কর্মকর্তা জানান, ঘরোয়া ক্রিকেটের পুনর্গঠন হবে। এ ছাড়া জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জনে খেলোয়াড়দের ঘরোয়া আসরে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হবে।

উদাহরণ তুলে ধরে তিনি বলেন, টেস্টকে বিদায় জানানো আমিরকে সীমিত ওভারের ম্যাচে জাতীয় দলে জায়গা পেতে হলে এখন ঘরোয়া ওয়ানডে ও জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে হবে। একইভাবে এখন যারা লংগার ভার্সনে খেলছেন, তাদের অবশ্যই ঘরোয়া মৌসুমে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে।

ঘরোয়া ও প্রথম শ্রেণির ক্রিকেটে অবকাঠামোগত পরিবর্তন আনতে নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বোর্ড কর্মকর্তা জানান, পুনর্গঠিত ঘরোয়া কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। সংবিধানে পরিবর্তন আনার জন্য সভার দরকার হবে।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়