শিরোনাম
◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ১০:২৯ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের ভিন্ন ফরম্যাটে আলাদা কোচ আনছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন ফরম্যাটে অনুষ্ঠিত হয় বর্তমান ক্রিকেট। দীর্ঘ পরিসরের পাশাপাশি বাণিজ্যিকভাবে এগিয়ে চলছে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট। এই তিন ফরম্যাটে তিন অধিনায়কের সূচনা হয়েছিলো বেশ আগে। এবার ক্রিকেটের ভিন্ন ফরম্যাটে আলাদা আলাদা কোচ আনার পরিকল্পনা চলছে। আর এই পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তানের সামনে এখন ব্যস্ত সূচি। ব্যস্ততাকে সামনে রেখে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা আলাদা কোচ ও অধিনায়ক রাখার কথা ভাবছে পিসিবি। এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিশ্বকাপে প্রত্যাশামাফিক ফল আসেনি। বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে যাওয়া পাকিস্তান সেমিতেই উঠতে পারেনি। দল নিয়ে তাই নতুন করে চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে পিসিবি। আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আটটি টেস্টও খেলবে পাকিস্তান। সব ফরম্যাটেই যেন প্রত্যাশিত ফল অর্জন করা যায়, সে লক্ষ্যে আলাদা আলাদা কোচ ও অধিনায়ক নেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে পাকিস্তান।

ইসলামাবাদ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর অস্ট্রেলিয়াতে টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আটটি টেস্ট খেলার জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। তার ওপর টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপও রয়েছে। টি-টুয়েন্টি এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান তিনটি ওয়ানডে ও আট থেকে দশটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।

প্রত্যেক ফরম্যাটে যেন ভালো ফল করা যায়, সে লক্ষ্যে ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক ও কোচ নিয়োগ দেয়ার ব্যাপারে ভাবছে পাকিস্তান বোর্ড। এমনকি আলাদা আলাদা সাপোর্ট স্টাফ, ফিজিও, ম্যানেজার, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ট্রেনার নিয়োগ দেয়ার কথাও পিসিবির ভাবনায় রয়েছে।

সম্পাদনা : রেজাউল আহসান/এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়