শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ার্নের কাছে হার দিয়ে প্রাক-মৌসুম শুরু রিয়ালের

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরে প্রাক-মৌসুম শুরু করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে দলে বড় বড় তারকা খেলোয়াড় ভিড়িয়েও শুভসূচনা করতে পারেনি লস ব্লাঙ্কোসরা।

বেশ বড় অংকের টাকা খরচ করে এ মৌসুমে দল গুছিয়েছে রিয়াল। হ্যাজার্ড ছাড়াও লুকা জোভিচ, ফেরল্যান্ড মেন্ডি, রদ্রিগো গোয়েসের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে জিনেদিন জিদানের দল। কিন্তু কোরেতিন তলিসো, রবার্ট লেভানডস্কি, সের্জি গ্নাব্রিরা সহজেই জয় আদায় করে নেয় তাদের কাছ থেকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে বায়ার্ন। এগিয়ে জেতে খুব বেশি সময় নেয়নি। ১৫তম মিনিটেই তলিসোর গোলে এগিয়ে যায় দলটি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম দিনে বিরতি পর্যন্ত সে গোলেই এগিয়ে থাকে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলতে থাকে দলটি। ৬৭ মিনিটে গোল আদায় করে নেন লেভানডস্কি। দুই মিনিট না পেরোতেই তৃতীয় গোলটি করেন গ্নাব্রি।

তবে রিয়ালের হয়ে সান্ত¡নাসূচক গোলটি করেন তরুণ তারকা রদ্রিগো। ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক বাঁকানো শটে বায়ার্ন গোলরক্ষককে বোকা বানান এ ব্রাজিলিয়ান। তবে এর মিনিট তিনেক আগে বায়ার্নের বদলি গোলরক্ষক সভেন আলরেইচ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

সম্পাদক : এল.আর.বাদল ও আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়