শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৯, ০৪:৩৯ সকাল
আপডেট : ২১ জুলাই, ২০১৯, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ বন্যাদুর্গতদের

হ্যাপি আক্তার : মৌলভীবাজারের বন্যাদুর্গত কিছু এলাকা ও আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। পরিবার প্রতি ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তা পাচ্ছেন না। ইনডিপেডেন্ট টেলিভিশন, ৮:০০।

তবে, জনপ্রতিনিধিরা এর দায় চাপাচ্ছেন খাদ্য অধিদপ্তরের ওপর।

মৌলভীবাজারের পাঁচ উপজেলার শতাধিক গ্রামের মানুষ বন্যার কবলে। পানি নামতে শুরু করলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগে বানভাসিরা।

দুর্গতদের সহায়তায় পরিবার প্রতি ১০ কেজি চাল ও নগদ টাকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তবে, ত্রাণের চাল কম দেয়ার অভিযোগ করছেন অনেকে। উঠছে টাকা না পাওয়ার অভিযোগও।

দুর্গতরা বলেন, যে পরিমাণ চাল দেয়ার কথা তার থেকে কম দেয়া হচ্ছে। তাছাড়া টাকা দেয়ার কথা থাকলে তা দেয়নি। আবার অনেকে ত্রাণও পাননি।

বন্যা দুর্গতদের চাল কম পাওয়ার অভিযোগ স্বীকার করলেও খাদ্য অধিদপ্তরের ওপর দায় চাপালেন কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল আহমদ তরফদার। তার দাবি, বস্তায় চাল কম আসছে। এছাড়া বরাদ্দের তুলনায় ক্ষতিগ্রস্তের সংখ্যা বেশি হওয়ায় চাল কম দিতে হচ্ছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক বলেন, বানভাসি মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ রয়েছে। ত্রাণ পায়নি এমন তথ্য পেলে নতুন করে দেয়া হবে। এরপরও কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসন জানিয়েছে, মৌলভীবাজারের বন্যাদুর্গতদের জন্য এ পর্যন্ত ৬শ ৫০ টন চাল, সাড়ে ৯ লাখ টাকা, ৭ হাজার প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। সম্পাদনা : কাজী নুসরাত/রাজু আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়