শিরোনাম
◈ ১৫৬ উপজেলায় ভোট আজ ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ প্রতি বছর এপ্রিলের গরম ৪০ ডিগ্রি ছাড়াবে, বলছে রিপোর্ট

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ হিসেবে আমি নিজেকে যোগ্য মনে করি, বললেন সুজন

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের আপদকালীন কোচ করা হয়েছে সাবেক অধিনায়ক ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে। টাইগারদের প্রধান কোচ হওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। লঙ্কান সফরে উড়াল দেওয়ার আগে প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন অভিমত জানান তিনি।

তার দাবি, দেশীয় কোচদের উপর বিসিবির আস্থা কম থাকায় তাদের কাজ করার সুযোগ কমে গেছে। তবে দেশি কোচদের দল সামলানোর বা কোচিং করানোর যোগ্যতা আছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক।

তার ভাষ্য, ‘এখনও স্থানীয় কোচের প্রতি আস্থা সেভাবে হয়নি বোর্ডের। তবে আমি নিজেকে যোগ্য মনে করি, কতটুকু যোগ্য আমি জানি না। তবে আমি মনে করি এটি রকেট সাইন্স না, একটি দলের কোচিং করানো। যেটা অন্যান্য কোচরা করে। ধরুন সবাই বলে যে লেভেল ৩-৪ করা। আমরাও লেভেল ৩ করেছি ২০০৬-০৭ সালে।’

বাংলাদেশের ক্রিকেটারদের সাথে মনস্তাত্ত্বিক যোগাযোগ বিদেশি কোচদের ঠিক কতটা হয়- সেই প্রশ্ন করে থাকেন অনেকে। সুজন জানালেন, ‘আমি মনে করি যেহেতু আমি এদেশে বড় হয়েছি, এই ছেলেদের সাথে খেলেছি বা মাঠে গিয়েছি তাই আমার জন্য পরিকল্পনা করা আরো সহজ হবে। এই কারণে একেকজনের মানসিকতা আসলে দ্রুত বুঝতে পারি। এটি মানসিক একটি খেলা আমি মনে করি। কারণ একটা মানুষ ১১টা মানুষকে এক করে, একটি টিম স্পিরিট তৈরি করে ম্যাচ জেতানোর একটা ব্যাপার থাকে। আমি মনে করি সেটা আমি পারি।’

তিনি আরো বলেন, ‘নতুন কোচ আসলে যেটি হয় একটি দলকে চেনা, নতুন খেলোয়াড়দের চেনা, তাদেরকে বোঝা। এটি করতে করতে হয়ত অনেক সময় চলে যায়, যেটি হয়তো বা আমার লাগবে না। জুনিয়র দলের খেলোয়াড় যারা আছে তাদের সবার সাথে কাজ করে আমি অভ্যস্ত আসলে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়