শিরোনাম
◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ৩

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙা এলাকা থেকে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবার, তিন রাউন্ড গুলি ও দুই হাজার ৭৯০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধরাভাঙা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন-জয়নাল আবেদীন ওরফে ড্রাম বাবু (৩৬), মো. সাদেক (২২) ও মো. আব্দুল্লাহ্ (১৯)। তাদের সবার বাড়ি ধরাভাঙা এলাকায়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন র্যা বের ভৈরব ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

কোম্পানি কমাণ্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ধরাভাঙা এলাকায় ড্রাম বাবুর বাড়িতে অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। অভিযান চলাকালে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি ও দুই হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রির আড়াই হাজার টাকা জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র্যা বের ভৈরব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়