শিরোনাম
◈ নুরকে দল থেকে সাময়িক অব্যাহতির বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল ◈ দুই বছর পর সন্ধান মিলল বরগুনার ১৭ নিখোঁজ জেলের, ভারতের গুজরাটের কারাগারে বন্দি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তনের পদক্ষেপের পেছনে ক্ষোভ নাকি রাজনীতি? ◈ বাংলা‌দেশ নি‌য়ে বি‌সি‌সিআই আর মন্তব‌্য কর‌বে না, কথা বল‌বে আই‌সি‌সি: সচিব দেবজিৎ শইকীয়া ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের চেষ্টা, যেভাবে লুকানো ছিল গোপন ডিভাইস, আটক দেড় শতাধিক (ভিডিও) ◈ গণভোট নিয়ে প্রচার নেই, উদ্বিগ্ন সরকার ◈ মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন দূর্গন্ধ ছড়াচ্ছে: শশী থারুর ◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৯.৩৩ শতাংশ

রেন্টিনা চাকমাঃ ব্যাবসা শিক্ষায় বিশেষায়িত কলেজ ঢাকা কমার্স কলেজ। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া নামি এই কলেজটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাবর ভালো ফলাফল করে আসছে। ঠিক গত বছরের মত এবারও ঢাকা কমার্স কলেজে পাশের হার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা ফলাফল ভালো করেছে। পাশের হার ৯৯.৩৩ শতাংশ । এবছর ফরম পূরণ করা মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০৯৬ জন। তার মধ্যে গত বছর ফলাফল খারাপ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৪৯ জন। শুধুমাত্র এক বিষয়ে ফলাফল খারাপ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৫ জন। ফরম পূরণ করা মোট শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২১,০৪৯ জন। পাশ করেছে ২১,০৩১ জন। ফেল করেছে ১৮ জন। তবে জিপিএ ৫ ১২৪ শতাংশ হলেও এবছর ৯৮ শতাংশ ।
কলেজটির অধ্যক্ষ বলেন, প্রতিবছরের মত আমাদের কলেজ এইবারও ভালো করেছে। তবে আরও ভালো করতে হবে। জিপিএ ৫ এ আরও এগিয়ে যেতে হবে। যাতে উচ্চ শিক্ষার জন্য প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পারে।

এছাড়া এবছরের ফলাফল নিয়ে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর মোঃ জাহিদ হোসেন সিকদার বলেন, এই কলেজে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষার মাধ্যমে অত্যন্ত আদর্শ মানের ভিত্তিতে পাঠদান করা হয়। অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা এবং গার্ডিয়ানের সহযোগিতায় বোর্ড পরীক্ষায় ভালো করছে। বিভিন্ন ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য হারে ভালো ফলাফল দিয়ে ভর্তি হতে পারছে।

কলেজটির অলিভ নামের ৪ দশমিক শূন্য ৮ পাওয়া এক শিক্ষার্থী বলে , আমি আরও ভালো ফলাফল করতে পারতাম। তবে এতে কলেজের শিক্ষকদের দোষ নেই । তারা ভালো ক্লাস নিয়েছে। আমিই পড়াশোনা করিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়