শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯৯.৩৩ শতাংশ

রেন্টিনা চাকমাঃ ব্যাবসা শিক্ষায় বিশেষায়িত কলেজ ঢাকা কমার্স কলেজ। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া নামি এই কলেজটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বরাবর ভালো ফলাফল করে আসছে। ঠিক গত বছরের মত এবারও ঢাকা কমার্স কলেজে পাশের হার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা ফলাফল ভালো করেছে। পাশের হার ৯৯.৩৩ শতাংশ । এবছর ফরম পূরণ করা মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০৯৬ জন। তার মধ্যে গত বছর ফলাফল খারাপ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৪৯ জন। শুধুমাত্র এক বিষয়ে ফলাফল খারাপ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৫ জন। ফরম পূরণ করা মোট শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২১,০৪৯ জন। পাশ করেছে ২১,০৩১ জন। ফেল করেছে ১৮ জন। তবে জিপিএ ৫ ১২৪ শতাংশ হলেও এবছর ৯৮ শতাংশ ।
কলেজটির অধ্যক্ষ বলেন, প্রতিবছরের মত আমাদের কলেজ এইবারও ভালো করেছে। তবে আরও ভালো করতে হবে। জিপিএ ৫ এ আরও এগিয়ে যেতে হবে। যাতে উচ্চ শিক্ষার জন্য প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পারে।

এছাড়া এবছরের ফলাফল নিয়ে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রফেসর মোঃ জাহিদ হোসেন সিকদার বলেন, এই কলেজে সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষার মাধ্যমে অত্যন্ত আদর্শ মানের ভিত্তিতে পাঠদান করা হয়। অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা এবং গার্ডিয়ানের সহযোগিতায় বোর্ড পরীক্ষায় ভালো করছে। বিভিন্ন ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য হারে ভালো ফলাফল দিয়ে ভর্তি হতে পারছে।

কলেজটির অলিভ নামের ৪ দশমিক শূন্য ৮ পাওয়া এক শিক্ষার্থী বলে , আমি আরও ভালো ফলাফল করতে পারতাম। তবে এতে কলেজের শিক্ষকদের দোষ নেই । তারা ভালো ক্লাস নিয়েছে। আমিই পড়াশোনা করিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়