শিরোনাম

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গতরা ত্রাণ পাচ্ছে না এটি মেনে নিতে পারছি না, বললেন ত্রাণ প্রতিমন্ত্রী

স্বপন দেব,মৌলভীবাজার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, মৌলভীবাজারে ৬৫০ মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণ অপ্রতুল বা দুর্গতরা ত্রাণ পাচ্ছে না এটি মেনে নিতে পারছি না

বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বন্যা দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় তিনি আরো বলেন, আজ ২,শ মেট্রিক টন বরাদ্দ চাল দেওয়া হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত মজুত রয়েছে ৪,শ৪ টন চাল। এছাড়া ৭ হাজার কার্টুন শুকনো খাবার, নগদ সাড়ে ৯ লক্ষ টাকা, গো খাদ্য, শিশু খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। তাই ত্রাণ অপ্রতুল নয় বিতরণে হয়তো একটু দেরি হচ্ছে।

এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা প্রশাসক আশরাফুল আলম খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান,রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আক্তার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান্ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়