শিরোনাম
◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ

আক্তারুজ্জামান : ২০২২ বিশ্বকাপ ফুটবলের আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ দলের সুযোগ মিলেছে চূড়ান্ত বাছাইয়ে। সেখানে বাংলাদেশকে খেলতে হবে ৪টি দলের বিরুদ্ধে। যে দলগুলোর গ্রুপপর্ব নির্ধারণ হয়েছে আজ। মালেশিয়ার কুয়ালামপুরে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর ড্রতে গ্রুপ ‘ই’তে অবস্থান করছে বাংলাদেশ। যে গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, আফগানিস্তান, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক কাতার। আগামী ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচ শুরু হলেও বাংলাদেশের খেলা মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। আফগানিস্তানের মাঠে তাদের বিরুদ্ধেই লড়বে জামল ভূঁইয়ারা।

ড্র অনুষ্ঠানে ৪০টি দেশকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলাগুলো আগামী ৫ সেপ্টেম্বর ২০১৯ এ শুরু হয়ে ৯ জুন ২০২০ পর্যন্ত চলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও আট গ্রুপের সেরা চার রানার্সআপ, অর্থাৎ ১২ টি দল এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর মূলপর্ব ও ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ পাবে।

বাছাইপর্বে মোট ৮টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রতি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর ১০ অক্টোবর ঢাকার মাঠে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ১৫ অক্টোবর ভারতের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার পর এক মাস বিরতি পাবে লাল-সবুজের সেনারা। বিরতি থেকে ফিরে ১৪ নভেম্বর ওমানের মাঠে আতিথেয়তা নেবে জেমি ডের শিষ্যরা।

আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে আগামী বছরের ২৬ মার্চ। ৫দিন পর ৩১ মার্চ কাতার সফরে যাবেন মতিন মিয়া ও জনিরা। নিজেদের শেষ দুটি হোম ম্যাচে ৪ জুন ভারতকে স্বাগত জানাবে বাংলাদেশ। আর ৯ জুন ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়