শিরোনাম

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউ কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট হলেন জার্মানির উরসুলা, ইউরোপকে শক্তিশালী করার প্রতিশ্রুতি

শাহনাজ বেগম : ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এই প্রথম একজন নারী ইউরোপীয় কমিশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন। মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রাসবুর্গের পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৭৪৭টি ভোটের মধ্যে ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন

ইউরোপীয় কমিশনের দুই মেয়াদের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদে জুঙ্কার অবসরে যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।
নির্বাচিত হয়ে পার্লামেন্টে এক বর্ক্তৃতায় উরসুলা ইউরোপের কর্তৃত্ব ধরে রাখতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একীভূত হওয়ার উপর গুরুত্ব দিয়ে বলেন, প্রথমে আমাদের ঐক্যকে শক্তিশালী করতে হবে। ২০৫০ সালের মধ্যে ইউরোপের কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন। এছাড়াও নারীদের এগিয়ে আনা, সামাজিক সুরক্ষা এবং দারিদ্র কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগী হওয়ার অঙ্গীকার করেন উরসুলা।

ব্রেক্সিট প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটেনের বেরিয়ে যেতে আরও সময়ের প্রয়োজন হলে আমি দিতে প্রস্তুত। কারণ ভালো কিছুর জন্য সময় বাড়ানো দরকার। তবে যা কিছু হোক, যুক্তরাজ্য আমাদের মিত্র, সহযোগী ও বন্ধুই থাকবে।

উল্লেখ্য, ৬০ বছর বয়সী এই রাজনীতিক ২০১০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। পেশায় চিকিৎসক এবং সাত সন্তানের জননি উরসুলা ভন ডার লিয়েন লন্ডন স্কুল অব ইকনোমিকসে রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়