মো: বেলাল হোসেন: আদমশুমারির সময় নাগরিকত্ব যাচাই করার সিদ্ধান্ত বাতিল করেছে, যুক্তরাষ্ট্র। তবে সরকার এজেন্সী গুলোতে বানিজ্য মন্ত্রণালয়ের কছে নাগরিদের তথ্য সংরক্ষণ করতে তাগিদ দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ইনডিপিন্ডেট :১৬:০০
আদমশুমারি বিষয়ে একটি নির্বাহী আদেশ ও স্বাক্ষর করেন ট্রাম্প।ফলে নাগরিকত্ব যাচাই না থাকলেও বৈধ নাগরিকদেও সব তথ্য সরকারের কাছে জমা থাকবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আদমশুমারীর বাইরে আর কোন ফরম দিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করবেনা সরকার। সম্পাদনা: এইচ এম জামাল