শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেখাপড়া করতে বাঁধা দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জয়নুল আবেদীন,(আমতলী) বরগুনা : লেখাপড়া করতে বাঁধা দেয়ায় স্বামী কিরণ চন্দ্র শীলের সাথে অভিমান করে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রী কেয়ামনি (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গাজীপুর বন্দরে বৃহস্পতিবার রাতে।

জানা গেছে, উপজেলার গাজীপুর বন্দরের মৃত কৃষ্ণ চন্দ্র শীলের কন্যা কেয়ামনি এ বছর এপ্রিল মাসে পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের রবিন চন্দ্র শীলের ছেলে কিরণ চন্দ্র শীলের সাথে বিয়ে হয়। কেয়ামনি এ বছর গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। কিন্তু স্বামী কিরণ চন্দ্র শীল স্ত্রী কেয়ামনিকে লেখাপড়া করাতে রাজি ছিল না। স্বামীকে না জানিয়ে গত মাসে বকুলনেছা মহিলা কলেজে ভর্তি হয় কেয়ামনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী কেয়ামনি স্বামী কিরণের সাথে লেখাপড়ার বিষয় নিয়ে মোবাইল ফোনে বাকবিতণ্ডা হয় বলে জানান হরিচরণ শীল। স্বামীর সাথে অভিমান করে ওইদিন রাত সাড়ে ৮ টার দিকে কেয়ামনি দাদার বাড়ির বারান্দায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

দাদা হরিচরণ শীল নাতনিকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছেন।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়