রাশিদ রিয়াজ : জালানি হিসেবে হাইড্রোজেনকে ব্যবহার করার ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে এটি সংরক্ষণ করা। ইরানের কাশান বিশ^বিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করছেন গ্রাফিন কাঠামোতে হাইড্রোজেনকে সংরক্ষণের। হাইড্রোজেনকে এভাবে জালানিতে রুপান্তরিত করে জীবাশ্ম জালানির এক উজ্জ¦ল বিকল্প হিসেবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে চান তারা। এটি সম্ভব হলে হাইড্রোজেন হয়ে উঠবে পরিবহন খাতে প্রধানতম জালানি। মেহর
কিন্তু আসল চ্যালেঞ্জ হচ্ছে হাইড্রোজেনকে সংরক্ষণ করে রাখা। এক্ষেত্রে ইরানি গবেষকরা ন্যানোপ্রযুক্তিকে কাজে লাগাতে চান। ইরান ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের ওই গবেষক দল কাশান বিশ^বিদ্যালয়ে গ্রাফিনের নানা ফর্ম বিশ্লেষণ করছেন এবং ‘ডেনসিটি ফাংশনাল থিওরি’ ব্যবহার করে নানা হিসাব ও ছক কষে দেখছেন। তারা গ্যাস থেকে অনু, আয়ন ও পরমাণু বিযুক্ত করে তা কিভাবে নিরেট আকারে নিয়ে যাওয়া যায় সেই অনুশীলন করে যাচ্ছেন। এবং তা করতে পারলে হাইড্রোজেনকে একই ভাবে নিরেট আকারে মজুদ করার একটা পথ পাওয়া যাবে। একই সাথে এ গবেষণায় অপটিক্যাল ও স্ট্রাকচারাল বা গাঠনিক অনু পরমানুর যুক্ত বা বিযুক্ত হওয়ার বিষয়গুলো নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। তাদের এ গবেষণায় তারা কতদূর আগাতে পারছেন সে নিয়ে এক নিবন্ধ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল জার্নাল অব হাইড্রোজেন এনার্জি।