শিরোনাম
◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের এমপিরা

নিজস্ব প্রতিবেদক : টানা জয়ের ধারা অব্যাহত রেখে নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিলো বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া ক্রিকেট টিম। বৃহস্পতিবার (১১ জুলাই) দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মোকাবেলা করতে হবে তাদেরকে।

গত বুধবার (১০ জুলাই) চলমান দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৮টি দল। এই ৮টি দল মোট ২টি গ্রুপে বিভক্ত। বাংলাদেশের গ্রুপে ছিল নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ। পাকিস্তান ও অল স্টার একাদশকে হারান বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছেন শেখ তন্ময়, নাহিম রাজ্জাক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আয়েন উদ্দিন মতো জনপ্রিয় ও তরুণ এমপিরা। এছাড়াও দলে রয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান এমপি নাইমুর রহমান দুর্জয়।

বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মাঝে আয়োজিত এই ক্রিকেট বিশ্বকাপের উদ্দেশ্যে হলো ক্রিকেটের সাহায্যে বিভিন্ন দেশের সম্পর্ক আরো উন্নত করে তোলা। এই আসরটিকে নিয়ে বেশ আগে থেকেই উৎসাহ দেখা যায় বাংলাদেশ দলের এমপিদের মাঝে। অনেক আগে থেকেই তারা আসরের জন্য প্রস্তুতি হিসেবে নিজেদের মাঝে অনুশীলন শুরু করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়