শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের এমপিরা

নিজস্ব প্রতিবেদক : টানা জয়ের ধারা অব্যাহত রেখে নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় তুলে নিলো বাংলাদেশের সংসদ সদস্যদের নিয়ে গড়া ক্রিকেট টিম। বৃহস্পতিবার (১১ জুলাই) দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে বড় রানের ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মোকাবেলা করতে হবে তাদেরকে।

গত বুধবার (১০ জুলাই) চলমান দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে ৮টি দল। এই ৮টি দল মোট ২টি গ্রুপে বিভক্ত। বাংলাদেশের গ্রুপে ছিল নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ। পাকিস্তান ও অল স্টার একাদশকে হারান বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছেন শেখ তন্ময়, নাহিম রাজ্জাক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আয়েন উদ্দিন মতো জনপ্রিয় ও তরুণ এমপিরা। এছাড়াও দলে রয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান এমপি নাইমুর রহমান দুর্জয়।

বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মাঝে আয়োজিত এই ক্রিকেট বিশ্বকাপের উদ্দেশ্যে হলো ক্রিকেটের সাহায্যে বিভিন্ন দেশের সম্পর্ক আরো উন্নত করে তোলা। এই আসরটিকে নিয়ে বেশ আগে থেকেই উৎসাহ দেখা যায় বাংলাদেশ দলের এমপিদের মাঝে। অনেক আগে থেকেই তারা আসরের জন্য প্রস্তুতি হিসেবে নিজেদের মাঝে অনুশীলন শুরু করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়