স্পোর্টস ডেস্ক : বুধবার স্যাম কুয়েরিকে ৭-৫, ৬-২, ৬-২ হারিয়ে সপ্তমবার উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন বিশ্বের দু-নম্বর রাফায়েল নাদাল। উইম্বলডনে এটি তার ৪০তম জয়।
এগারো বছর পর উইম্বলডন সেমিফাইনালে চির প্রতিদ্ব›দ্বী রজার ফেদেরারের মুখোমুখি হতে চলেছেন নাদাল। আগামীকাল ১২ জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাতি ৮টায় তারা মুখোমুখি হবেন। শেষবার তারা প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন ২০০৮ সালে। গত মাসে ফরাসি ওপেন সেমিফাইনালে ফেদেরারকে হারিয়েছে আত্মবিশ্বাসী নাদাল।
অন্যদিকে, জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন আট বারের চ্যাম্পিয়ন ফেদেরার।