শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাশ নিয়ে বিপাকে দুই থানা

ডেস্ক রিপোর্ট  : হাত-মুখ বাঁধা অবস্থায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা নিয়ে বিপাকে পড়েছে টাঙ্গাইলের দুটি থানা। থানা দুটি হচ্ছে দেলদুয়ার ও টাঙ্গাইল মডেল থানা।

টাঙ্গাইল সদর ও দেলদুয়া উপজেলার সংযোগস্থল থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশ। সকালে টাঙ্গাইল মডেল থানার পুলিশ এসে লাশটি সদর এলাকার মধ্যে লাশটি নেই ভেবে দেলদুয়ার থানায় খবর দেয়।

টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে জানান, লাশের খবর পেয়ে সকালে সদর উপজেলার সুবর্ণতলী গ্রামে লাশটি উদ্ধারের জন্য আসি। পরে দেখি লাশটি দেলদুয়ার উপজেলার ব্রাহ্মনখোলা মৌজায় পড়ে আছে। তাৎক্ষণিক দেলদুয়ার থানা পুলিশকে খবর দেই। পরে দেলদুয়ার থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি উদ্ধার করা হয়েছে মূলত টাঙ্গাইল সদর এলাকা থেকে। লাশটি পড়েছিল টাঙ্গাইল সদর থানার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামে। গ্রামটি সদর থানা এলাকার। এ ঘটনায় মামলা কোন থানায় হবে এটা নিয়ে ভাবা হচ্ছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,সন্ধ্যা পর্যন্ত শফিকুল নিজ বাড়িতেই ছিলেন। সন্ধার পর বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। সকালে তার মৃতের খবর পায় পরিবার। কি কারণে মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে।

ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়