শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাশ নিয়ে বিপাকে দুই থানা

ডেস্ক রিপোর্ট  : হাত-মুখ বাঁধা অবস্থায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা নিয়ে বিপাকে পড়েছে টাঙ্গাইলের দুটি থানা। থানা দুটি হচ্ছে দেলদুয়ার ও টাঙ্গাইল মডেল থানা।

টাঙ্গাইল সদর ও দেলদুয়া উপজেলার সংযোগস্থল থেকে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশ। সকালে টাঙ্গাইল মডেল থানার পুলিশ এসে লাশটি সদর এলাকার মধ্যে লাশটি নেই ভেবে দেলদুয়ার থানায় খবর দেয়।

টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে জানান, লাশের খবর পেয়ে সকালে সদর উপজেলার সুবর্ণতলী গ্রামে লাশটি উদ্ধারের জন্য আসি। পরে দেখি লাশটি দেলদুয়ার উপজেলার ব্রাহ্মনখোলা মৌজায় পড়ে আছে। তাৎক্ষণিক দেলদুয়ার থানা পুলিশকে খবর দেই। পরে দেলদুয়ার থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি উদ্ধার করা হয়েছে মূলত টাঙ্গাইল সদর এলাকা থেকে। লাশটি পড়েছিল টাঙ্গাইল সদর থানার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামে। গ্রামটি সদর থানা এলাকার। এ ঘটনায় মামলা কোন থানায় হবে এটা নিয়ে ভাবা হচ্ছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,সন্ধ্যা পর্যন্ত শফিকুল নিজ বাড়িতেই ছিলেন। সন্ধার পর বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। সকালে তার মৃতের খবর পায় পরিবার। কি কারণে মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে।

ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়