শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দিচ্ছে না তা জনগণকে জানতে হবে, বললেন মির্জা ফখরুল 

হ্যাপি আক্তার : সরকারের নিজের প্রয়োজনে গণতান্ত্রিক পরিবেশ তৈরির তাগিদ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যতটুকু স্পেস পাচ্ছে ততটুকুর মধ্যেই গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করছে। গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে না দেয়ায় জনসম্পৃক্ততা হচ্ছে না। আওয়ামী লীগ যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দিচ্ছে না তা জনগণকে জানতে হবে। বুধবার রাতে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ‘রাজকাহন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা (আ.লীগ) উন্নয়নের কথা বলেন কিন্তু এই উন্নয়ন ততক্ষণ সফলতা পাবে না যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কোনো ধরনের জবাদিহীতা নেই, যা খুশি হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। তাদের কাছ থেকে এমনটি আশা করিনি। সরকারের নিজের জন্যই গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা প্রয়োজন।

খালেদা জিয়ার মুক্তি প্যারোলে হবে কিনা এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও মন্তব্য মির্জা ফখরুলের।

বিএনপির আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, দিনক্ষণ বেধে গণতান্ত্রিক আন্দোলনের সফলতা আসবে না। সরকারের প্রতিবন্ধকতার মাঝেও দল পুনর্গঠনের কাজ চলছে। যেখানে যতটুকু সুযোগ হচ্ছে ততটুকু চেষ্টা করছি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচনই বিএনপির একমাত্র দাবি। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়