শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ০৯ জুলাই, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালবাগে মসজিদের খাদেম হত্যায় প্রধান আসামি সাইফুল গ্রেফতার

ইসমাঈল হোসেন ইমু: রাজধানীর লালবাগের আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মো. হানিফ জামে মসজিদের খাদেম হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে।

পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ সাইফুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। গত বুধবার মেয়র মো. হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে হানিফ শেখের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় গত ৪ জুলাই একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সাইফুলের বাবার নাম শফিকুল। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে।

মামলার অন্য আসামিরা হলেন- মসজিদের খাদেম ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামের বাহার উদ্দিন (৫৫), খাদেম ও ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসিন্দা মো. ফরিদ আহমেদ (৪০) এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।

পুলিশ জানিয়েছে, নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ ঘাতক সাইফুলের পরিচিত। হানিফকে হত্যার পর তার লাশ গুম করার জন্য আজাদকে ফোন দিয়েছিল তিনি। পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়