লিহান লিমা : ২০১৮ সালে কম্পিউটার হ্যাকিংয়ে শত শত যাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজকে ২২ কোটি ৯০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের সহযোগী গ্রুপ আইএজি সোমবার এই তথ্য জানায়।
এক বিবৃতিতে আইএজি জানায়, ব্রিটেনের তথ্য কমিশন অফিস দেশটির তথ্য সুরক্ষা আইনের অধীনে এয়ারলাইন্সকে একটি পেনাল্টি নোটিশ ইস্যু করেছে। আইএজি জানায়, জরিমানার এই পরিমাণ ২০১৭ সালের ব্রিটিশ এয়ারওয়েজের বৈশ্বিক বিনিয়োগের ১.৫ শতাংশ।
আইএজিএর প্রধান নির্বাহী উইলি ওয়ালস জানান, তারা এই জরিমানার প্রেক্ষাপটে আপিল করার বিষয়টি বিবেচনা করছেন। এয়ারওয়েজের পক্ষ থেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রিটিশ এয়ারওয়েজের সিইও অ্যালেক্স ক্রুজ বলেন, এই শাস্তির খবরে তারা যারপরনাই বিস্মিত ও হতাশ হয়েছেন। এক বিবৃতিতে ক্রুজ বলেন, যাত্রীদের তথ্য হ্যাক হওয়ার পর আমরা অতিসত্ত্বর আইনী ব্যবস্থা নিয়েছি। আমরা তদন্ত করেছি যেসব অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে সেখানে কোন জালিয়াতি হয় নি। এই ঘটনার জন্য আমরা গ্রাহকদের কাছে ক্ষমা চাইছি।
ইউরোপিয় ইউনিয়ন তথ্য সুরক্ষা আইন কঠোর করার পর কয়েক মাস পর সেপ্টেম্বরে হ্যাকিংয়ের শিকার হওয়ার কথা জানায় ব্রিটিশ এয়ারওয়েজ। ২০১৮ সালের জুনে ওই ঘটনা ঘটে। গ্রাহকদের নাম, পোস্টাল, ই-মেইল ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে হ্যাকার। হ্যাকিংয়ের পর এয়ারওয়েজটি গ্রাহকদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয় ও ক্ষমা চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে।