শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০১৯, ০৯:৩২ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০১৯, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রাহকদের তথ্য চুরি হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজকে ২২ কোটি ৯০ লাখ ডলার জরিমানা

লিহান লিমা : ২০১৮ সালে কম্পিউটার হ্যাকিংয়ে শত শত যাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজকে ২২ কোটি ৯০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজের সহযোগী গ্রুপ আইএজি সোমবার এই তথ্য জানায়।

এক বিবৃতিতে আইএজি জানায়, ব্রিটেনের তথ্য কমিশন অফিস দেশটির তথ্য সুরক্ষা আইনের অধীনে এয়ারলাইন্সকে একটি পেনাল্টি নোটিশ ইস্যু করেছে। আইএজি জানায়, জরিমানার এই পরিমাণ ২০১৭ সালের ব্রিটিশ এয়ারওয়েজের বৈশ্বিক বিনিয়োগের ১.৫ শতাংশ।

আইএজিএর প্রধান নির্বাহী উইলি ওয়ালস জানান, তারা এই জরিমানার প্রেক্ষাপটে আপিল করার বিষয়টি বিবেচনা করছেন। এয়ারওয়েজের পক্ষ থেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ব্রিটিশ এয়ারওয়েজের সিইও অ্যালেক্স ক্রুজ বলেন, এই শাস্তির খবরে তারা যারপরনাই বিস্মিত ও হতাশ হয়েছেন। এক বিবৃতিতে ক্রুজ বলেন, যাত্রীদের তথ্য হ্যাক হওয়ার পর আমরা অতিসত্ত্বর আইনী ব্যবস্থা নিয়েছি। আমরা তদন্ত করেছি যেসব অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে সেখানে কোন জালিয়াতি হয় নি। এই ঘটনার জন্য আমরা গ্রাহকদের কাছে ক্ষমা চাইছি।

ইউরোপিয় ইউনিয়ন তথ্য সুরক্ষা আইন কঠোর করার পর কয়েক মাস পর সেপ্টেম্বরে হ্যাকিংয়ের শিকার হওয়ার কথা জানায় ব্রিটিশ এয়ারওয়েজ। ২০১৮ সালের জুনে ওই ঘটনা ঘটে। গ্রাহকদের নাম, পোস্টাল, ই-মেইল ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে হ্যাকার। হ্যাকিংয়ের পর এয়ারওয়েজটি গ্রাহকদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেয় ও ক্ষমা চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়