শিরোনাম
◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে  পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ সব শক্তি, সাহস পেয়েছি মা-বাবার কাছ থেকে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন ◈ বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে: রিজভী

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ : ১১ শ্রমিক নেতা আটক

রজব আলী (ফুলবাড়ি) দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১১ জন আন্দোলনকারী শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ।

বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে শনিবার থেকে শুরু হওয়া শ্রমিকদের অবোরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রবিবার বেলা ১১ টায় এই লাঠি চার্জ ও ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । পুলিশের লাঠি চার্জে অন্ততপক্ষে ২০জন শ্রমিক আহত হওয়ার দাবি করেছে আন্দোলনকারীরা। পুলিশের হাতে আটক হওয়া অন্যান্য শ্রমিক নেতারা হলেন, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, মনোয়ার হোসেন, আব্দুল আজাদ, মমিনুল ইসলাম, মাজেদুল হক, জিয়াদুল হক ও শাহিনুর রহমান।

এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক করা শ্রমিক নেতাদের মুক্তির দাবি করে আবারো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শ্রমিকগণ।

শ্রমিক অধিকার আন্দোলন কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও আরিফ বলেন, শ্রমিকরা তাদের ন্যায্যদাবি পূরণের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিল, কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের উপর লাঠি চার্জ শুরু করে।

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুলতান মাহমুদ বলেন, আন্দোলনকারীরা দাবি আদায়ের নামে ফুলবাড়ি-পাবর্তীপুর সড়ক অবোরোধ করে যানচলাচলের বিঘ্ন ঘটনায়, এতে করে জনদুর্ভোগের সৃষ্টি হয়, এই কারণে তাদের মৃদু ধাওয়া দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, আন্দোলনকারীরা তাপ বিদুৎ কেন্দ্রের নির্মাণকালীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে উন্নয়নের কাজ করছিল, এখন উন্নয়নের কাজ শেষ। আবার যখন তাপবিদুৎ কেন্দ্রে জনবল প্রয়োজন হবে তখন তাদের কাজে লাগানো হবে, এখন জনবলের প্রয়োজন নাই।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়