শিরোনাম
◈ দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে ◈ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর  সপরিবারে ভিসানিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির অবসর সম্পূর্ণ বোর্ড ও তার সিদ্ধান্ত : রোডস

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের শুরু আগেই গুঞ্জন ওঠেছিলো এই আসর শেষ করেই ক্রিকেট থেকে অবসর নিবেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। কিন্তু গত কয়েকদিন আগে ক্রিকইফোকে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন তিনি আরো কিছু দিন খেলতে চান। যদিও এই বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কিছু বলেনি। গতকাল ভারতের সঙ্গে হারার পর সংবাদ সম্মেলনে বলেছেন অবসারের বিষয়টি সম্পূর্ণ বোর্ড ও মাশরাফির সিদ্ধান্ত।

বিশ্বকাপে এবার শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগেছেন মাশরাফি। মাঠে নেমে জয় করতে পারেননি সেই বাধা। টুর্নামেন্ট জুড়ে ছিলেন না চেনা চেহারায়। বোলিংয়ে ছিল না ধার। ৭ ম্যাচে উইকেট নিয়েছেন কেবল একটি। ধারাবাহিক লাইন-লেংথ বরাবরই ছিল তার বড় শক্তি, এই টুর্নামেন্টে দেখা যায়নি সেটাও।

ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল মাশরাফির পারফরম্যান্স নিয়ে। আলোচনা হলো সম্ভাব্য অবসর নিয়েও। কোচ সরাসরি কিছু বললেন না, তবে ইঙ্গিতে পাশেই দাঁড়ালেন অধিনায়কের। রোডস বলেন, ‘গত সপ্তাহ দুয়েক ধরেই এটি নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর আসলে মাশরাফি ও বোর্ড দিতে পারবে। আমি উত্তর দিতে পারছি না। তবে আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের এমন বোলার লাগবে, যে ম্যাশের বিকল্প হওয়ার মতো সামর্থ্য রাখে। কারও এই দিকটি মনে থাকে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের তো লম্বা, গতিময় বোলার খুব বেশি নেই। টেস্ট ম্যাচের জন্য আমরা তেমন বোলার খুঁজছি। তাদের খুঁজে পেলে এবং তারা ভালো করলে, অবশ্যই দলে নেব। তবে ম্যাশের অবসরের প্রশ্নের উত্তর আমার জন্য কঠিন। আমি এটায় জড়াতে চাই না।’

কোচ অবশ্য জানালেন, নিজের পারফরম্যান্সে মাশরাফির নিজেরও হতাশার কমতি নেই। তবে প্রশংসা করলেন দুই পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও চেষ্টা করে যাওয়ায়। তার ভাষ্য, ‘ম্যাশ নিজের পারফরম্যান্সে গর্ব খুঁজে নেয়। এবারের পারফরম্যান্সে পেছন ফিরে তাকিয়ে তার মনে হবে, নিশ্চয়ই আরও ভালো হতে পারত! তবে এটা বলার পাশাপাশি মনে রাখতে হবে, সে টুর্নামেন্ট জুড়ে চেষ্টা করে গেছে। ম্যাশের একটি ব্যাপার হলো সে প্রতিটি বলে চেষ্টা করে। অন্য কোনো পথ তার জানা নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়