নিউজ ডেস্ক : এরশাদকে নিয়ে চরম শঙ্কায় আছেন বিদিশা। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার অভিমত, তিনি পাশে থাকলে এতোদিন সুস্থ হয়ে উঠতেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সঙ্গে বিচ্ছেদের পর গুলশান এক-এ নিজের ফ্ল্যাটে নিভৃতচারী বিদিশা। রাজনীতিতে নতুন ধারার সূচনা করবেন-এমন অভিপ্রায়ে বেশ ক’বার উত্তরাঞ্চলে জনসভা, পথসভাও করেছেন। কিন্তু এরশাদকে মাইনাস করে এগোতে পারেননি।
এইচ এম এরশাদের জীবনসায়াহ্নে দলের কিছু নেতার আচরণে ক্ষুব্ধ বিদিশা।
তাঁর অভিমত, রাজনীতিতে এরশাদ অনুকরণীয়। সম্পাদনা : সাজিয়া আক্তার