নিজস্ব প্রতিবেদক : বর্তমান বিশ্ব রাজনীতির মারপ্যাচ ও ইসলামপন্থি রাজনীতিবিদদের কিছু ভুল সিদ্ধান্তের জন্যই ইসলামি রাজনীতি দিন দিন কোনঠাসা হয়ে পড়ছে বলে মনে করেন জন-আকাঙ্খার বাংলাদেশের আহবায়ক ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান মঞ্জু।
তিনি আমাদের সময় ডটকমকে বলেন, সবাই বলবে ইসলামি রাজনীতির ভবিষ্যৎ খুব উজ্জ্বল দেখি না। এর কারণ হিসেবে তিনি বলেন, দুটি কারণে আমাদের দেশ এবং বিশ্বের অন্যান্য দেশে ইসলামপন্থিরা এগিয়ে যেতে পারছে না।
একটি কারণ হলো- ইসলামিক রাজনীতি সম্পর্কে বিশ্ব মিডিয়াতে সব সময় ভুল ব্যাখ্যা বা সঠিকভাবে তা উপস্থাপন হয় না। আর দ্বিতীয়টি হচ্ছে ইসলামপন্থিরা সব সময় নিজেদের সঠিক মনে করেন, আর বাকি সবাইকে বাতিল মনে করেন, যা ইসলাম সমর্থন করে না।
তিনি বলেন, আমাদের দেশের ইসলামিক দলগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে, এখানে ইসলামিক দলগুলোতে অন্য ধর্মের মানুষের অংশ গ্রহণ করার সুযোগ খুবই কম। কিন্তু রাসুলুল্লাহ (সা.)কে তো বিধর্মীরা যেমন অসহযোগীতা করেছে তেমনি সহযোগীতাও করেছে।
তিনি কখনও বিধর্মীদের দূরে সরিয়ে দেননি। এছাড়া ইসলামিক দলগুলো নামাজ রোজা বা ইসলামের নির্দিষ্ট কিছু বিষয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এসব দল সামাজিক কাজের সাথে সম্পৃক্ত হয় না।
মুঞ্জু বলেন, ইসলামের মূল ও প্রধান কাজ হচ্ছে জন কল্যাণ, মানবতা। কিন্তু দেখা যাচ্ছে ইসলামিক দলগুলো একাজ গুলো করছে না। আগে তাদের সমাজ বা রাষ্ট্র গড়তে হবে। মানুষের মুখে কিভাবে খাবার দেয়া যায় সে চেষ্টা করতে হবে, কিন্তু তারা তা না করে নামাজ রোজা, আকিদা নিয়ে ব্যস্ত থাকছে।
তিনি বলেন, এসব বিষয় যখন আমি গভীরভাবে প্রত্যক্ষ করি তখনই নিজেকে এ রাজনীতি থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেই। কারণ ইসলামের রাজনীতি এটি নয়। ইসলাম যে রাজনীতি করতে বলেছে বর্তমান দলগুলো তা করছে না।
তিনি বলেন, মিশর তুরস্ক বা তিউনিসিয়া যাই বলি, সব দেশের ইসলামিক দলগুলো মূল রাজনীতিতে টিকে থাকার জন্য ব্যাপক সংস্কার করেছে। কিন্তু আমি যখন জামায়াত ইসলামির সংস্কারের কথা বলি তখন তারা তা ভালোভাবে গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, যদি দেশের মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় ইসলামিক দলগুলো তাহলে তাদের ব্যাপকহারে সংস্কার করতেই হবে।