শিরোনাম
◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর

প্রকাশিত : ২৯ জুন, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ২৯ জুন, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ যে ধাক্কাটা দিয়েছে সেটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি, বললেন ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচ স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে আসরটি শুরু করে ছিলো দক্ষিণ আফ্রিকা। তাই পরের ম্যাট বাংলাদেশের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ছিলো তারা। কিন্তু টাইগারদের বিপক্ষেও ২১ রানের পরাজয় বরণ করতে হয় ফাফ ডু প্লেসিসের দলকে। মাশরাফিদের বিপক্ষে সেই হারের ধাক্কা সামলাতে পারেন ফেবারিট দলের তকমা প্রোটিয়া যার ফলে ঘুরে দাঁড়াতে পারেনি।

এরপর কয়েক দিনের ব্যবধানে ভারতের বিপক্ষে পরাজিত হয় দলটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে প- হলে চার ম্যাচে এক পয়েন্ট অর্জন করে দ.আফ্রিকা।

ছিটকে পড়ার আভাস তখনই পেয়ে গিয়েছিল দলটি। আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও এটা কোনো কাজে আসেনি দ.আফ্রিকার। বাংলাদেশের বিপক্ষে হারের পরই যে ছন্দপতন হয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে স্বীকার করে নিয়েছেন ডু প্লেসিস। তার ভাষায়, ‘আমি মনে করি বাংলাদেশ আমাদের দলের ছন্দপতন ঘটিয়েছে। ইংল্যান্ড ভালো সময় কাটাচ্ছে এবং তারা আমাদের তুলনায় ভালো খেলেছে। বাংলাদেশ যে ধাক্কাটা দিয়েছে, সেটা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। কারণ টানা ম্যাচ ছিল আমাদের।’

৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানে আছে দ.আফ্রিকা। ইতোমধ্যে ৮ ম্যাচ খেলেছে দলটি। আগামী ৬ জুলাই অস্ট্রেলিয়ার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ফাফ ডু প্লেসিসের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়