শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ০৭:৫৬ সকাল
আপডেট : ২৭ জুন, ২০১৯, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় বিঘ্নিত জিপিএস পদ্ধতি, অভিযোগ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর

আব্দুর রাজ্জাক : ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বুধবার জানায়, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বসানো রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দর ঝুঁকিতে পড়েছে। রুশ এই প্রযুক্তির কারণে গ্লোবাল পজিসনিং সিস্টেম (জিপিএস) ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। এতে তেল আবিব বিমানবন্দর থেকে উড়োজাহাজ উঠানামায় সমস্যা হচ্ছে। হার্তেজ

ইসরায়েলি বিমানবন্দর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইএএ) পাইলটদের আন্তর্জাতিক সংগঠন (আইএফএএলপিএ) এর একটি প্রতিবেদনের জেরে এ অভিযোগ করে। পাইলটদের ওই প্রতিবেদনে বলা হয়, তেল আবিবের বেন গুরিসন বিমানবন্দরের জিপিএস পদ্ধতির থেকে স্যাটেলাইটের সিগন্যাল জনিত সমস্যা হচ্ছে। ওই বিমানবন্দর থেকে উড়োজাহাজ উঠানামার সময় জিপিএসের সিগন্যাল পাওয়া যায় না।

আএএ এক বিবৃতিতে জানায়, প্রায় ৩ সপ্তাহ ধরে জিপিএস এর সিগন্যাল জনিত সমস্যা অব্যাহত রয়েছে। এতে বিমানগুলো নির্দিষ্ট রুটে বিমানবন্দর থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। বেন গুরিসন বিমানবন্দরে নামতে ও সেখান থেকে উড্ডয়ন করতে পাইলটদের ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হচ্ছে। তবে এ সমস্যাটি শুধু দিনের বেলায় ঘটছে বলে একটি সূত্র জানায়।

অন্য একটি সূত্র জানায়, বিমানগুলোকে বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে ও বের হতে জিপিএস পদ্ধতি বন্ধ করে ভিন্ন কৌশলে সাহায্য নিতে হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়