শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের ময়দানেও পাওয়া যাচ্ছে অ্যাশেজের উত্তাপ

আক্তারুজ্জামান : খেলাধুলা মানে বিনোদন এই ধারণা শেষ হয়েছে অনেক আগেই। এখন খেলাধুলা আছে বাণিজ্যে, রাজনীতিতে এমনকি কূটনীতিতেও। মাঠের লড়াই ছাপিয়ে কখনো কখনো সামনে আসে ইতিহাস-ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখার লড়াই। যেখানে ক্রিকেট মাঠের লড়াই রূপ নেয় যুদ্ধে। ভারত-পাকিস্তান, বাংলাদেশ-ভারত ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথের কথা সবার জানা। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা

প্রতিযোগীতামূলক টুর্নামন্টে সবখানেই দেখা যায় তাদের ক্রিকেটীয় লড়াই। আজ তেমনই এক লড়াইয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী যারা শিরোপা খরা কাটাতে পারেনি ৪৫ বছরেও।

লন্ডনের দ্য লর্ডসে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবেন অ্যারন ফিঞ্চ ও ইয়ন মরগানরা। পয়েন্ট টেবিলে অবস্থান শক্ত করতে দুদলেরই দরকার জয়। আর বিশ্বকাপে তাদের লড়াইটা এমন সময় যখন ক্রিকেটের ঐতিহাসিক সিরিজ অ্যাশেজের কথাও আলোচনা হচ্ছে। যদিও অ্যাশেজ সিরিজ টেস্ট এবং বিশ্বকাপের লড়াই ওয়ানডে। তবুও লড়াই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এতেই ছড়াচ্ছে উত্তাপ।

ক্রিকেট নামক খেলাটির প্রতিযোগীতা মাঠে গড়িয়েছিলো এই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যেকার লড়াই দিয়েই। যাদের ক্রিকেটীয় লড়াইয়ের এক দীর্ঘ ইতিহাস আছে। সে ইতিহাসের নাম অ্যাশেজ। ৫ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় দু’দেশের মধ্যে। বিশ্বকাপেও যেন এবার সে উত্তাপ পাওয়া যাচ্ছে।

হবেই বা না কেন? বিশ্বকাপের আসর শেষ না হতেই যে মাঠে গড়াবে অ্যাশেজ। ইংল্যান্ডের মাটিতেই এবারের সিরিজ। আবার বিশ্বকাপও চলছে ওই ইংল্যান্ডে তাই অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বটা এবার বাড়বে বলেই মনে হচ্ছে।

অ্যাশেজের আলোচনা এখন থাক। বিশ্বকাপেই থাকি আমরা। ক্রিকেটের শুরু থেকেই চলে আসছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ। বিশ্বক্রিকেটের এই দুই পরাশক্তি এ পর্যন্ত ১৪৭বার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একে-অপরের মোকাবেল করেছে। যেখানে অস্ট্রেলিয়ার ৮১ ম্যাচের বিপরীতে ইংল্যান্ডের জয় ৬১টি। দু’দলের দুটি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়েছে।

দ্বিপাক্ষিক কিংবা আঞ্চলিক কোনো সিরিজে এতোবার দেখা হলেও বিশ্বকাপের আসরে মোট ৭বার মুখোমুখি হয়েছে ক্রিকেটের চিরবৈরী দেশ দুটি। ‘৮৩, ‘৯২, ‘৯৬, ‘৯৯ ও ২০১১ বিশ্বকাপে দেখা হয়নি দল দুটির। তবে ৭ বারের লড়াইয়ে ৫বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্র্যাডম্যানের উত্তরসূরীরা। বাকি দুটি ম্যাচে জিতেছে ক্রিকেটের জনকরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ ইংলিশ দলপতি ইয়ন মরগান। পরিসংখ্যান নয় আমাদের চোখ জয়ে। এমনিতেই শ্রীলঙ্কার কাছে হেরে আমরা কিছটু ব্যাকফুটে আছি। অজিদের হারিয়েই নির্ভার হওয়ার চেষ্টা থাকবে আমাদের।’

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আছেন চাঙ্গা মুডে। বাংলাদেশের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর ইংল্যান্ডকেও হারাতে আত্মবিশ্বাসী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ছয় ম্যাচের ৫টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে বেশ এগিয়ে থাকা ফিঞ্চের লক্ষ্য শীর্ষস্থানে যাওয়া। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়