শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপিল ও যুবরাজের মতো সাকিব কী বিশ্বকাপ জিততে পারবে

শিউলী আক্তার : চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন তিনি। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে অর্ধডজন রেকর্ড গড়েছেন সাকিব।

শুরু থেকেই অসাধারণ পারফরমেন্সের কারণে সাকিব বন্দনায় মেতেছে খ্যাতনামা ক্রিকেটার ও ক্রিকেট বোদ্ধারা। থেমে নেই ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্সের পর তার যেসব রেকর্ড হয়েছে সেগুলো তুলে ধরে আইসিসি ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে তার পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, সাকিব আল হাসান’

আইসিসির ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পেজে সোমবার করা সাকিবের সকল রেকর্ড তুলে ধরা হয় বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ বোলিং ফিগার, বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী, বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি।

ক্রিকেটের জনপ্রিয় ক্রিকইনফোর প্রতিবেদনে সাকিবের এমন পারফরমেন্সে মনে করিয়ে দিচ্ছে ভারতের ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপের কথা। কারণ ১৯৮৩ বিশ্বকাপে অলরাউন্ডার কপিল দেব সেঞ্চুরিসহ পাঁচ উইকেট নিয়েছিলেন। আর সেই সময় বিশ্বকাপ শিরোপা জিতেছিলো তারাই। ২০১১ আসরেও এমনি ঘটনা ঘটে ছিলো। যুবরাজ সিং শতকসহ নিয়েছিলেন ৫ উইকেট। আর হাত ধরেই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

লক্ষ্য করলে দেখা যাবে চলমান আসরে সেই পথেই আছে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসান দু’টি শতকসহ পাঁচ উইকেটের বেশি নিয়েছেন তিনি। মাত্র ছয় ম্যাচ খেলে সর্বোচ্চ রান ৪৭৬ ও ১০ টি উইকেটের মালিক এই অলরাউন্ডার।

তাহলে বলা যেতেই পারে তার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা বাংলাদেশের হতেও পারে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়