শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৪:০৮ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার যুদ্ধ : আমেরিকা বনাম ইরান!

মাহফুজুর রহমান : সাইবার যুদ্ধ চলছে আমেরিকা ও ইরানের মধ্যে। সবাই প্রতিপক্ষের সামরিক সিস্টেম কে অচল করে দিতে চাইছে। ইরানের অস্ত্র ব্যবস্থা বিকল করতে সাইবার হামলা নিয়ে কোনা কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত তিনি শেষ মুহূর্তে স্থগিত করে বলেছেন, ‘ওই হামলা হলে দেড়শ ইরানি নাগরিকের মৃত্যু হতে পারে, তিনি তা চাননি’।

নিউইয়র্কের সংবাদমাধ্যম গুলোতে খবর বের হয় যে, সাইবার হামলার মাধ্যমে ইরানের সব ক্ষেপণাস্ত্র ও রকেট উৎক্ষেপণের কম্পিউটার সিস্টেম অকেজো করে দিয়েছে। আর ইরান বলছে, যে তারা চেষ্টা চালিয়েছিলো কিন্তু বৃথাই হয়েছে। এর আগেও আমেরিকা ইরানের সামরিক কম্পিউটার সিস্টেমে ৩৩ মিলিয়ন বার ঢুকতে চেষ্টা করেছিলো, যা বিফলে যায়। এবারেও চেষ্টা করেছিলো, পারেনি। ইরানের কথাই সম্ভবত ঠিক।
কারণ ইরানের উৎক্ষেপণ সিস্টেম অচল করতে পারলে ট্রাম্প কখনোই ইরান আক্রমন বাতিল করতেন না। কারণ ফাঁকা মাঠে গোল কে না দিতে চায়! তিনি হয়তো শেষ মুহূর্তে আক্রমণ বাতিল করেছেন যখন জানতে পারলেন যে আমেরিকার সামরিক সাইবার হ্যাকারেরা ইরানি সিস্টেমে ঢুকতে ব্যর্থ হয়েছে। আর ব্যর্থ হইয়া নিজেদের দুর্বলতার কথা প্রকাশ না করে ইরানের ১৫০ মানুষ মারা যাওয়ার কথা বলে শাক দিয়ে মাছ ঢাকছেন ট্রাম্প! আর এদিকে ইরানের সাইবার হ্যাকারেরা আমেরিকার সামরিক গোয়েন্দা সিস্টেমে ঢুকে কয়েকটি গোয়েন্দা হামলা ব্যর্থ করে দিয়েছে। বিভিন্ন সূত্র উল্লেখ করছে যে পাশাপাশি ইরানিরা আমেরিকার যুদ্ধ জাহাজের সাইবার সিস্টেমেও নাকি ঢুকে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়