শিরোনাম
◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্র মন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে সাকিবের বার্তা

ডেস্ক রিপোর্ট  : ভারত-পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে টাইগার সমর্থকদের উদ্দেশে সাকিব আল হাসান বলেন, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করব। সমর্থকদের আমি এটাই বলব, আপনারা আমাদের আগের মতো সমর্থন দিয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে পারব।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব আরও বলেন, ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আমরা আরও এক সপ্তাহ সময় পাব। আশা করছি তার আগেই ছোটখাটো চোটে যারা আছেন তারা সেরে ওঠার সুযোগ পাবেন।

বিশ্বকাপে বিশ্বকে তাকলাগিয়ে দিচ্ছেন সাকিব আল হাসান। ধারাবাহিক পারফরর্ম করে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রান করার পাশাপাশি ৫ উইকেট শিকার করে ভেঙেছেন একাধিক রেকর্ড। তার রেকর্ড গড়া ম্যাচে ২৬২ রানের পুঁজি নিয়ে ৬২ রানের জয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পরের দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

আগামী ২ ও ৫ জুলাই ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে জিতলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে টাইগারদের সামনে।

যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়