শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৭:০১ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য প্রতিমন্ত্রী জানালেন, ২৬ জেলায় নির্মাণ করা হচ্ছে ডিজিটাল তথ্য কেন্দ্র

ওয়ালি উল্লাহ সিরাজ : বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে ‘ঢাকা ২০৪০’ ছবির মহরত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিটি তথ্য কেন্দ্রে থাকবে স্টার সিনেপ্লেক্সের মতো সিনেমা হল।

অনুষ্ঠানের প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা অ্যাটাক চলচ্চিত্রটি আমি সপরিবারে দেখেছি। আমাদের চলচ্চিত্রের প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। সময়ের ক্রান্তিকালে বাংলাদেশের চলচ্চিত্র বলিষ্ঠ ভ‚মিকা রাখছে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে আমাদের চলচ্চিত্রটি আরও এগিয়ে যাবে। সিনেমাটির নাম দেয়া ঢাকা ২০৪০। মানে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪০ এর আগের বছর। সেইরকম উন্নত এক নগরী ফুটে উঠবে সেটাই প্রত্যাশা।

'কেমন হবে ভবিষ্যতের ঢাকা? এই প্রশ্নের উত্তর নিয়ে নির্মিত হচ্ছে গল্পনির্ভর চলচ্চিত্র ‘ঢাকা ২০৪১’। দীপংকর দীপন নির্মাণ করছেন ছবিটি। এতে অভিনয় করবেন, বাপ্পি চৌধুরী তার  বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।

দীপংকর দীপন বলেন, এটি শুধুমাত্রই একটি ভবিষ্যত নির্ভর ছবি নয়। এটি একটি সোশ্যাল ড্রামা, তবে ২০৪০ সালের। আমিও আপনাদের মতই একজন- বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু বললে যার খুব গায়ে লাগে। নিজের কাজটা দিয়ে বাংলাদেশের ইমেজকে একটু এগিয়ে দিতে চাই। ঢাকা ২০৪০ তেমন একটি ছবি।

তিশা বলেন, ভালো একটি কাহিনী নিয়ে কাজ হচ্ছে। আমরা সুন্দর এক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নুসরাত ফারিয়া বলেন, আমরা চলচ্চিত্রে যেভাবে এগিয়ে যাচ্ছি সেটা এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আরও একধাপ যাবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়