শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল ছাত্রদের সমস্যা জানতে ভিপি নুরের নতুন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর ইতোমধ্যেই বেশ কয়েক মাস পার হয়ে গেছে। এ সময়ে অধিকাংশ কাজগুলোই ভিপি ও জিএসসহ অন্যান্য নেতারা নিজ নিজ জায়গা থেকে করেছেন। সে ক্ষেত্রে কারো কথা বলার জায়গা ছিল না। তবে সেই জায়গা দিতে যাচ্ছে ডাকসু। এজন্য গ্রহণ করা হয়েছে প্রশংসনীয় একটি উদ্যোগ। দ্যা ডেইলি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযোগ বক্স স্থাপন করতে যাচ্ছে কেন্দ্রীয় সংসদ। এজন্য ইতোমধ্যেই ৩০টি বক্স চেয়ে কোষাধ্যক্ষ বরাবার আবেদন করেছেন ভিপি নুরুল হক নুর। তাতে লিখেছেন, ‘২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হওয়ায় ডাকসুর প্রতি শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার পরিধি অত্যন্ত বেশি, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, চাওয়া-পাওয়া নিয়ে কাজ করতে আমরা নির্বাচিত প্রতিনিধিরাও প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সমস্যা, অভিযোগ এবং বিভিন্ন কাজে পরামর্শ শুনতে প্রতিটি হল, অনুষদ, ইনস্টিটিউট এবং লাইব্রেরীতে বিশ্ববিদ্যালয়ের লােগো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) লেখা একটি করে মােট ৩০ টি বক্স স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।’

নুরুল হক নুর বলেন, ‘নানা ধরণের প্রতিবন্ধকতা, অন্যদের অসহযোগিতা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে কিছু করার চেষ্টা থাকে সবসময়ই।’ ছাত্র-ছাত্রীরা তাদের সমস্যা, অভিযোগ, পরামর্শ তাকে ব্যক্তিগতভাবে মেইলও (vpducsu@gmail.com) করতে পারে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়