শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন ◈ বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে আদানি পাওয়ার ◈ নতুন প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে ভারত ও ইসরায়েল ◈ নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি ◈ রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে পোশাক খাতের কার্যাদেশ চলে যাচ্ছে প্রতিবেশী দেশে

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল ছাত্রদের সমস্যা জানতে ভিপি নুরের নতুন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর ইতোমধ্যেই বেশ কয়েক মাস পার হয়ে গেছে। এ সময়ে অধিকাংশ কাজগুলোই ভিপি ও জিএসসহ অন্যান্য নেতারা নিজ নিজ জায়গা থেকে করেছেন। সে ক্ষেত্রে কারো কথা বলার জায়গা ছিল না। তবে সেই জায়গা দিতে যাচ্ছে ডাকসু। এজন্য গ্রহণ করা হয়েছে প্রশংসনীয় একটি উদ্যোগ। দ্যা ডেইলি ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে অভিযোগ বক্স স্থাপন করতে যাচ্ছে কেন্দ্রীয় সংসদ। এজন্য ইতোমধ্যেই ৩০টি বক্স চেয়ে কোষাধ্যক্ষ বরাবার আবেদন করেছেন ভিপি নুরুল হক নুর। তাতে লিখেছেন, ‘২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হওয়ায় ডাকসুর প্রতি শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার পরিধি অত্যন্ত বেশি, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, চাওয়া-পাওয়া নিয়ে কাজ করতে আমরা নির্বাচিত প্রতিনিধিরাও প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সমস্যা, অভিযোগ এবং বিভিন্ন কাজে পরামর্শ শুনতে প্রতিটি হল, অনুষদ, ইনস্টিটিউট এবং লাইব্রেরীতে বিশ্ববিদ্যালয়ের লােগো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) লেখা একটি করে মােট ৩০ টি বক্স স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছি।’

নুরুল হক নুর বলেন, ‘নানা ধরণের প্রতিবন্ধকতা, অন্যদের অসহযোগিতা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে কিছু করার চেষ্টা থাকে সবসময়ই।’ ছাত্র-ছাত্রীরা তাদের সমস্যা, অভিযোগ, পরামর্শ তাকে ব্যক্তিগতভাবে মেইলও (vpducsu@gmail.com) করতে পারে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়