শিরোনাম
◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি ◈ ৩ বাসে ভাঙচুর, ট্রাফিক বক্সে আগুন, গুলিবিদ্ধ ১ ◈ ঢাকা মহানগরীতে ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা: বিআরটিএ

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে একজন ডাক্তার তৈরি করতে কতো টাকা খরচ হয়?

মুহাম্মদ গোলাম সারওয়ার : এই প্রশ্নটা বাংলাদেশের উচ্চশিক্ষিত মধ্যবিত্ত বুদ্ধিজীবী/ফেসবুক বুদ্ধিজীবীদের একটা জনপ্রিয় প্রশ্ন। কিন্তু আজ পর্যন্ত কাউকে লিখতে দেখিনি আসলেই একজন ডাক্তার তৈরী করতে কত টাকা খরচ হয়? এই হিসাব টা বের করা কি খুব কঠিন কিছু? আমার ধারণা কলেজ লেভেল একাউন্টিং জানেন এমন যে কেউই এই হিসাবটা বের করতে পারেন। কিন্তু কেন কেউ এই হিসাবটা বের করেন না? একটা উদাহরণ দিই, ইংল্যান্ড (ইউরোপের অনেক দেশই) কয়েকবছর পর পর এই হিসাবটা করে। ইংল্যান্ডের সর্বশেষ হিসাব অনুযায়ী, একজন ডাক্তার তৈরি করতে মোট খরচ ২, ১৩০০০ ব্রিটিশ পাউন্ড। এর মাঝে ছাত্র নিজে ব্যাংকলোন নিয়ে খরচ করে ৬৪ ০০০ পাউন্ড, যা পুরোটাই তাকে ফিরিয়ে দিতে হয় সুদসহ (অথবা পরিবারকে)। আর রাষ্ট্র বাকিটা ব্যয় করে অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মাধ্যমে। অর্থাৎ রাষ্ট্র একজন ডাক্তার তৈরি করতে খরচ করে ১৪৯ ০০০ বা দেড় লাখ পাউন্ড। বলাই বাহুল্য এই খরচের প্রায় পুরোটাই প্রাতিষ্ঠানিক খরচ, ব্যক্তি ছাত্রের প্রতি সরাসরি খরচ নয়। ইংল্যান্ড এই হিসাবটি আপডেইট করে থাকে দুটি প্রধান কারণে।

১. রিটার্ন অন ইনভেস্টমেন্ট হিসাব করার জন্যে এবং ২. এই ইনভেস্টমেন্ট মোটের উপরে শিক্ষা বাজেটে কোনো অসমতা তৈরি করছে কিনা সেটা দেখার জন্যে।

এখন প্রশ্ন হচ্ছে একজন ডাক্তার এর উপরে এই যে বিনিয়োগ, তা ফিরে আসতে কতো বছর লাগে? পাঁচ বছর? দশ বছর? সারাজীবন? বাংলাদেশের বেলায় আমরা এসবের কিছুই জানি না। কিন্তু ইংল্যান্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করেছে যে অন্তত চার বছর এনএইচএস ইংল্যান্ডে কাজ করলে এই বিনিয়োগ টি উঠে আসতে পারে। জি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর সময় টা হচ্ছে চার বছর চল্লিশ বছর নয়। একজন ডাক্তারের কার্যকর আয়ু হচ্ছে প্রায় ৪৫ বছর। বলুন তো বাকি ৪১ বছর তাহলে ডাক্তার কি করে? চ্যারিটি করেন? না, বাকি ৪১ বছর ডাক্তার সার্ভিস উৎপাদন করে, সমাজের জন্যে মূল্য উৎপাদন করেন। (এমনকি খুব বাজে ব্যবহার করা অধ্যাপকও মূল্য উৎপাদন করেন)। এখন আসি মোদ্দা কথায়। বাংলাদেশে যারা কথায় কথায় ‘একজন ডাক্তার বানাতে জাতির কতো টাকা খরচ হয়’ এই প্রশ্ন তোলেন, তার সাথে আরেকটি প্রশ্ন তোলেন প্লিজ, একজন ডাক্তারের উপরে ‘জাতির এই বিশাল অংকের টাকা’ উঠে আসতে ডাক্তারকে কতোদিন কাজ করতে হয়? তাহলে প্রশ্ন দুইটা ১. একজন ডাক্তার তৈরি করতে কতোটা পাবলিক মানি ব্যয় হয়? (ইংল্যান্ডে যেমন দেড় লাখ পাউন্ড), ২. একজন ডাক্তারের উপরে বিনিয়োগ করা এই টাকাটা উঠে আসতে কতো বছর লাগে? (ইংল্যান্ডে যেমন ন্যূনতম চার বছর)

আমি জানি, বাঙালি মধ্যবিত্ত তো ভেতো, তাদের পক্ষে এই সকল প্রশ্ন তোলা সহজ কিন্তু উত্তর খোঁজাটা সহজ নয়, বাঙালি প্রশ্ন করেন, উত্তর খোঁজেন না। কোনো আগ্রহী তরুণ কি এই দুটি প্রশ্ন কে এক্সপ্লোর করবেন? ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়