শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয় থেকে কয়লা আমদানি নিয়ে বিপাকে ব্যবসায়ীরা, ইটভাটায় হতাশা

সাজিয়া আক্তার : ভারত থেকে কয়লা আমদানিতে জটিলতায় ১৫০ কোটি টাকার এলসি নিয়ে বিপাকে পড়েছেন সিলেটের আমদানিকারকেরা। আমদানি করতে না পারায় শুল্ক ও অগ্রিম আয়কর বাবদ তাদের পরিশোধিত প্রায় ৮০ কোটি টাকা গচ্চা যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি, ১৮.০০

পরিবেশবাদী একটি সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে ২০১৩ সাল থেকে মেঘালয়ের বিভিন্ন খনি থেকে কয়লা উত্তোলন বন্ধের আদেশ দেয় ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তবে রপ্তানিকারকদের আবেদনে প্রতিবছর তিন মাস উত্তোলিত কয়লা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা স্থগিত থাকে। এ সুযোগে কয়লা আমদানি করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

কিন্তু নানা জটিলতায় এবার কয়লা পাঠাতে দেরি হয় ভারতীয় ব্যবসায়ীদের। মাত্র ৬ দিন চলার পর নিষেধাজ্ঞার মুখে পড়ে কয়লা আমদানি।

এ বছর মেঘালয় থেকে কয়লা আমদানির জন্য প্রায় ১৫০ কোটি টাকার এলসি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ব্যাংক থেকে ঋণও নিয়েছেন অনেকে। কিন্তু, সময়মতো কয়লা না আসায় সুদ টানতে হচ্ছে তাদের। শঙ্কা দেখা দিয়েছে শুল্ক ও অগ্রিম আয়কর বাবদ পরিশোধিত টাকা ফেরত পাওয়া নিয়েও।

ভারত থেকে আনা কয়লার বেশিরভাই ব্যবহৃত হয় ইটভাটায়। কয়লা আমদানির জটিলতায় এবার ইটভাটাগুলোর জ্বালানি সংকটের পড়ার আশঙ্কা।

ব্যবসায়ীদের হিসাবে দেশে কয়লার চাহিদা ৪০ লাখ টন। এরমধ্যে সিলেট সীমান্ত দিয়ে মেঘালয় থেকেই আমদানি হয় ৩০ লাখ টন কয়লা। সম্পাদনা : কায়বোদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়