শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঙ্কান হোটেলে অজ্ঞাত ব্যক্তিকে ঘিরে রহস্য

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা দলের হোটেলে ব্যাগ বহনকারী অজ্ঞাত এক ব্যক্তিকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তার ব্যাগে বিস্ফোরক জাতীয় কিছু ছিল। তবে লঙ্কান দল নিরাপদ আছে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ঘটনাটি গত সপ্তাহের। ব্যাগ বহনকারী একজন সন্দেহভাজন ব্যক্তি টিম হোটেলের লিফটে হুট করে ঢুকে পড়েন। সে সময় শ্রীলঙ্কার একজন খেলোয়াড় তার রুমে ফিরছিলেন। স¤প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যম একটি সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ‘খেলোয়াড় সেই আগন্তুককে বুকি বা ফিক্সার হিসেবে সন্দেহ করছেন না এবং দুর্নীতি বিরোধী অফিসারও সেই আগন্তুকের কোনো ছবি দেখতে পাননি। তবে এই ব্যক্তি তার ব্যাগে কিছু বিস্ফোরক বহন করছিলেন। ফলে টিম ম্যানেজম্যান্ট এবং নিরাপত্তাকর্মীরা বাড়তি সতর্কতা গ্রহণ করেন।’
শ্রীলঙ্কা দল এখন অবস্থান করছে লন্ডনের রিভার সাইড হোটেল পার্ক প্লাজাতে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করার পর লঙ্কান দলের হোটেলকে নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নিরাপত্তার জন্য চারজন নিরাপত্তারক্ষী আছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা সরকার তাদের দলের সঙ্গে দুইজন নিজস্ব পুলিশ নিয়ে ইংল্যান্ডে পা রেখেছিল। তবে বিশ্বকাপ শুরুর আগেই তারা দেশে ফিরে গেছেন। বর্তমানে শ্রীলঙ্কা দলের দেখভালের পুরো ব্যাপারটি আইসিসির দায়িত্বে আছে।

এই প্রসঙ্গে শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এর আগেও লন্ডনের হোটেলের লন্ড্রী থেকে কিছু জিনিস হারিয়েছিল আমাদের, আমাদের টিম ম্যানেজম্যান্ট এটা নিয়ে অভিযোগ জানিয়েছে। আমরা এটা দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলাম।’ -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়