শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাস্তি দিলেও বছরে দুটি সেমিস্টার চালুর নির্দেশ মানছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়, নাখোলে মঞ্জুরি কমিশনের

সাজিয়া আক্তার : বছরে দুই সেমিস্টার পদ্ধতি চালু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মানছে না অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। তিন সেমিস্টারের পক্ষেই যুক্তি দেখাচ্ছে এসব প্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, সব বিশ্ববিদ্যালয়কে একই সেমিস্টার পদ্ধতির আওতায় আনার লক্ষ্যেই এই নির্দেশনা। ইন্ডিপেন্ডেন্ট টিভি, ১৬.০০

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুটি সেমিস্টার চালু থাকলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে সেমিস্টার রয়েছে তিনটি। এসব বিশ্ববিদ্যালয়ে কোর্স শেষ করার জন্য সময় কম পান শিক্ষার্থীরা। বসতে হয় বাড়তি পরীক্ষায়। পড়াশোনার চাপ সামলে ওঠা কঠিন হয়ে পড়ে অনেকের জন্য। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে শিক্ষার্থীদের মধ্যে।
দেশের সব বিশ্ববিদ্যালয়কে একই ধরনের সেমিস্টার পদ্ধতিতে আনার লক্ষ্যে ২০১৮ সালের জানুয়ারি থেকে সব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার চালুর নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে, সেই নির্দেশনা মানছে না অনেক বিশ্ববিদ্যালয়। বরং বছরে তিন সেমিস্টারেই বেশি সুবিধা বলে মনে করছে তারা।

তবে এসব যুক্তি মানছেন না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান। আর নানা জটিলতার কারণে ইউজিসিও নির্দেশনা মানতে বাধ্য করতে যথেষ্ট কঠোর হতে পারেনি বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, নির্দেশনা না মানা প্রতিষ্ঠানগুলোকে নতুন কোর্স চালুর অনুমতি দেয়া হচ্ছে না। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহির আওতায় আনতে উচ্চ শিক্ষা কমিশন গঠনের তাগিদ তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়